জয় দিয়েই ট্রফি জয়ের আনন্দটা সেরে নেওয়ার পথে ঢাকা বিভাগ। ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ ম্যাচে কক্সবাজারে খুলনার বিপক্ষে জিততে মঙ্গলবার শেষ দিনে চাই মাত্র ১২৮ রান।
১ম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও তেমন কিছু করতে পারেনি খুলনা। তবে এনামুল হক বিজয় লড়েছেন। তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি। তারপরও খুলনা করে মাত্র ২৩২ রান। তাইতো জিততে ঢাকার সামনে লক্ষ্য দাড়ায় ২২৪ রান। দিন শেষে দলের ২য় ইনিংসে রান ১ উইকেট হারিয়ে ৯৬।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১ম ইনিংস : ২৪৩/১০। এবং ২য় ইনিংস : ২৩২/১০ (এনামুল ১১৯, ইমরুল ৩৮, নাজিমউদ্দিন ৩১, জিয়া ১৬; অপু ৩/৬৩, শুভাগত ৩/৫৯, তৈয়েবুর ৩/৪০)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ২৫২/১০। এবং ২য় ইনিংস : ৯৬/১ (রনি ৪৫ ব্যাটিং, দিদার ১৮, তৈয়েবুর ৩২ ব্যাটিং)
ঢাকা মেট্রো-রাজশাহী বিভাগ
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ পর্বে রাজশাহী বিভাগকে মঙ্গলবার শেষদিন জিততে করতে হবে ১৫২ রান। হাতে আছে মাত্র ৪ উইকেট।
অনেকটাই সুবিধাজনক অবস্থানে ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১২৬/১০। এবং ২য় ইনিংস : ৩৫২/১০ (সাদমান ৮৫, সৈকত ৯৫, আসিফ ৫৪, ইলিয়াস সানি ৫৫, তালহা ৩৬; তাইজুল ৫/৮৩, সানজামুল ২/৬৩)।
রাজশাহী বিভাগ ১ম ইনিংস : ২০৭/১০। এবং ২য় ইনিংস : ১২০/৬ (হাবিবুর ২৪, জুনায়েদ ২৮, ঢরহাদ হোসেন ১৭, সাব্বির ১৭ ব্যাটিং, মুশফিক ১৩; শহীদ ২/১৭, ইলিয়াস সানি ২/২৪)।
সিলেট-চট্টগ্রাম বিভাগ
বিকেএসপিতে সোমবার সিলেটের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। শতরানে লড়াইয়ে ফিরল চট্টগ্রাম। মমিনুল করেন ১৬৮ রান। এরপর ৪৩৯ রানের জয়ের লক্ষ্য সামনে নিয়ে সিলেটের রান দিনশেষে ১ উইকেটে ৬৪। তারা এখনও ৩৭৪ রানে পিছিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম ১ম ইনিংস : ২১৩/১০। এবং ২য় ইনিংস : ৪১৫/৯ ডি. (নাজিমউদ্দিন ৬৮, ইরফান ২৪, মমিনুল ১৬৮, আবদুল্লাহ ৪২, ফয়সাল ২৮, জসিমউদ্দিন ২৮, সাইফুদ্দিন ২৫; সাদিকুর ৭/১০৫)।
সিলেট ১ম ইনিংস : ১৯০/১০। এবং ২য় ইনিংস : ৬৪/১ (সায়েম ৩৯, শাহনাজ ১৮ ব্যাটিং; আলী আকবর ১/১১)।
বরিশাল-রংপুর বিভাগ
ফতুল্লা আউটার স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন রংপুরের তানভির হায়দার। ১২১ রান করেন তিনি। আর রংপুরের স্কোর দাঁড়ায় ৫৪৩। বরিশাল পিছিয়ে পড়ে ২৫৪ রানে। দিন শেষে বরিশাল দিন শেষে করেছে ২ উইকেটে ১৩২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল ১ম ইনিংস : ২৮৯/১০। এবং ২য় ইনিংস : ১৩৩/২ (মইনুল ২১, শাহরিয়ার নাফীস ৩৬, সালমান ৩৮ ব্যাটিং, নুরুজ্জামান ২৯ ব্যাটিং; নাসির ২/১৬)।
রংপুর ১ম ইনিংস : ৫৪৩/৯ ডি. (তারিক ২৬, আশীষ ২২, মাহমুদুল ২১, নাসির ৩২, নাঈম ৬০, ধীমান ১৪৯, তানভির ১২১*, সোহরাওয়ার্দী শুভ ৬১, সাজেদুল ২৫; মনির ৫/১৫১, সোহাগ গাজী ২/১৮৭)।
Discussion about this post