এক ম্যাচেই যেন বদলে গিয়েছিল দৃশ্যপট। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় সেঞ্চুরিয়ান বনে যান পারভেজ হোসেন ইমন। আগের ম্যাচে ৯টি ছক্কা মেরে গড়েছিলেন দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। অথচ সেই আলো ছড়ানো পারফরম্যান্সের ঠিক পরদিনই একাদশে নেই এই তরুণ ব্যাটার।
তবে বিস্ময়ের পেছনে কারণ আছে। বিসিবি সূত্র বলছে, আগের ম্যাচে ব্যাটিংয়ের সময়েই চোট পেয়েছিলেন ইমন। ম্যাচে ব্যাটিং করলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি। সেই চোটের ধকলই তাকে আজ মাঠের বাইরে রেখে দিয়েছে।
শুধু ইমনই নন, আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাওয়ায় সরে গেছেন দলে, আর সহ-অধিনায়ক মেহেদী হাসান আগের ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে আজ বাইরে। সেই সঙ্গে পেসার হাসান মাহমুদকেও রাখা হয়নি একাদশে। এই চারজনের জায়গায় আজ খেলছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
প্রথম ম্যাচে আমিরাতকে ২৭ রানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ নেমেছে দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজ নিয়ে এসেছে নতুন খবর। আগে দুই ম্যাচের কথা থাকলেও এখন নিশ্চিত করা হয়েছে তিন ম্যাচের সিরিজ। শেষ ম্যাচটি হবে ২১ মে, শারজায়।
Discussion about this post