ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই সময় এখন রোহিত শর্মার। ব্যাট হাতে যেন সেরা সময় কাটাচ্ছেন। ইংল্যান্ড বিশ্বকাপে যে ছন্দ খুঁজে পেয়েছিলেন তার পর চেনা পথে আছেন তিনি। শনিবার রাঁচি টেস্টেও কথা বলল তার ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি।
রোহিত টেস্টে মিডলঅর্ডারে খেলেছেন ২৭ টেস্ট। সেঞ্চুরি করেন তিনটিতে। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পেয়ে এ ডানহাতি করেন আরও তিনটি সেঞ্চুরি। তিন ম্যাচেই চমক।
প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমে টস জিতে ব্যাট করতে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে চতুর্থ উইকেটে পরিস্থিতি সামাল দেন রোহিত শর্মা। অজিঙ্কে রাহানেকে নিয়ে এগিয়ে যান। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৩টি চার ও ৪টি ছয়ে দেখা পান তিন অঙ্কের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টেই জোড়া সেঞ্চুরি করেন রোহিত। শনিবার পেলেন আরেকটি। তার পথ ধরে এক সিরিজে দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে তিনটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। যা ছিল শুধুই সুনীল গাভাস্কারের।
একই দিন এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েন রোহিত। সেঞ্চুরি করার পথে ৪টি ছয় হাঁকিয়ে তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে। গতবছর বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৫ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।
হেটমায়ার ভেঙেছিলেন ৪১ বছর আগের এক রেকর্ড। ১৯৭৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম রাজা। হেটমায়ারের রেকর্ড টিকলো না। সিরিজে ড্যান পিটকে সবচেয়ে বেশি ভোগানো রোহিত এদিন তার বলেই ছুঁয়েছেন রেকর্ড। এই সিরিজে রোহিতের ছক্কাসংখ্যা ১৭টি।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৫৮ ওভারে ২২৪/৩ (মায়াঙ্ক ১০, রোহিত ১১৭*, পুজারা ০, কোহলি ১২, রাহানে ৮৩*; রাবাদা ১৪-৫-৫৪-২, এনগিডি ১১-৪-৩৬-০, নরকিয়া ১৬-৩-৫০-১, লিন্ডে ১১-১-৪০-০, পিট ৬-০-৪৩-০)। # রাঁচি টেস্টের ১ম দিন শেষে
Discussion about this post