সেঞ্চুরির খুব কাছে গিয়ে না পারার পারলেন না জুনায়েদ সিদ্দিকী। রাজশাহীতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে এ বাঁহাতি ওপেনার মাত্র ৫ রানের জন্য শতরান পাননি। ১০০ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯৫ রান করে কলাবাগানের লঙ্কান বোলার জেহান মোবারকের বলে আউট। তাতেই শেখ জামাল করে ২৬২ রান। জবাবে সাকিববিহীন কলাবাগানের নাঈম ইসলাম ও কাপুগেদারার ইনিংসে সম্ভাবনা জাগিয়েও পারেননি। ২৪৬-এ গিয়ে থামে কলাবাগান কেসি। শেখ জামাল ১৬ রানে জয়ী।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল : ২৬২/১০, ৪৯.৪ ওভার (জহুরুল ২২, জুনায়েদ ৯৫, মুনাবিরা ১৫, মুশফিক ৪৩, তুষার ১৬, নাহিদুল ১৯, ইলিয়াস সানি ২২; জেহান মোবারক ৫/৩৩)।
কলাবাগান ক্রীড়া চক্র : ২৪৬/৯, ৫০ ওভার (মিঠুন ৩৯, নাসিরউদ্দিন ২৭, ফরহাদ ৪১, নাঈম ৫০, কাপুগেদারা ৪৬; শফিউল ৩/৬৪, ইলিয়াস সানি ২/৩৫, মুনাবিরা ২/৪৮)।
ফল : শেখ জামাল ১৬ রানে জয়ী।
Discussion about this post