ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শনিবার মিরপুরে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলল জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিপক্ষে সেই ম্যাচটি ড্র হয়েছে। যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ছয় ক্রিকেটার লড়ছে জিম্বাবুয়ের বিপক্ষে। বুধবার ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে আল আমিন ও বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসানের শতকে ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ।
যদিও সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে হতাশ করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। ম্যাচে প্রথম দিন ৭ উইকেটে ২৯১ রান তুলেছিল জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় দিনে বিসিবি একাদশ ৬৯ রান তুলতেই হারায় ৫ উইকেট। অধিনায়ক আল-আমিন ও তানজিদের দাপটে শেষ অব্দি ৫ উইকেটে করে ২৮৮ রান।
তানজিদ ১২৫ ও আল আমিন ১০০ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেটে ২১৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন দুজন। ৯৯ বলে ১৪ চার ও ৫ ছক্কায় এই ইনিংস খেলেন তানজিদ। এ ছাড়া ওপেনার পারভেজ হোসেন ৬৬ বলে ৪টি চার ও এক ছক্কায় করেন ৩৪ রান।
এই সাফল্য দিয়ে বড়দের সাহস দিলেন তানজিদ ও আল আমিন। আগামী শনিবার মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে মুমিনুল হকদের বুঝিয়ে দিলেন দেখে-শুনে খেললে এই দলের বিপক্ষে রান তোলা কঠিন কিছু নয়।
যদিও টেস্টে নড়বড়ে বাংলাদেশ জাতীয় দল কতোটা কী করতে পারে সেটা সময়ই বলে দেবে।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯১/৭ ইনিংস ঘোষণা (মাসভাউরে ৪৫, কাসুজা ৭০, মাদজিঙ্গানিয়ামা ১৭, আরভিন ১০, মারুমা ৩৪, চাকাভা ১৩, মাটোমবডজি ০, মুম্বা ৫৪*, এনডিলোভু ২৫*, মুকিদুল ১১-৩-৩৯-০, শরিফুল ১৫-৫-৪৫-১, সুমন ১৩-৪-২৯-০, আমিনুল ১৯-১-৭৭-০, রিশাদ হোসেন ১২-৩-২৬-০, শাহাদাত ৮-২-১৬-৩)।
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ২৮৮/৫ (নাঈম ১১, পারভেজ ৩৪, মাহমুদুল ১, শাহাদাত ২, আল আমিন ১০০*, আকবর ১, তানজিদ ১২৫*; মুম্বা ৯-১-৩৭-১, টিশুমা ৭-৩-২৩-১, এমপোফু ৮.৩-১-৪৩-০, এনডিলোভু ১১-২-৫১-২, মাটোমবডজি ১০-০-৪৫-১, মাদজিঙ্গানিয়ামা ৩-০-১৯-০, নাউচি ৬-০-২১-০, টিরিপানো ৫-০-৩৫-০)।
ফল: ম্যাচ ড্র
Discussion about this post