কে বলবে তিনি ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন? ব্যাট হাতে খোদ দক্ষিণ আফ্রিকার মাঠে এতোটা দৃঢ়তা এর আগে দেখাতে পারেন নি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। শনিবার রীতিমতো মুগ্ধতা ছড়ালেন মাহমুদুল হাসান জয়। পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার পথ ধরেই গড়লেন নতুন এক ইতিহাস।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেলেন তরুণ ক্রিকেটার জয়। তার আগে প্রোটিয়াদের বিপক্ষে দেশে কিংবা দেশের বাইরে কেউই তুলতে পারেন নি শতরান। ২১ বছর বয়সী জয়ের হাত ধরে শনিবার ডারবানে রচিত হলো নতুন এক ইতিহাস।
ডানহাতি এই ওপেনার ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৭০ বলে পান অর্ধশতক। পরের ৫০ রান করতে খেলেন আরও ৯৯ বল। ২৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করতে ১০টি চারের সঙ্গে ছক্কা মারেন ১টি। দেখার মতো এক ইনিংস।
এর আগে মুমিনুল হক, মুশফিকুর রহিমরা যখন সিরিজের প্রথম টেস্টে রান পাননি তখন মাথা উঁচু করে লড়েন তিনি। চরম চাপের মুখে ৩৬৩ মিনিট উইকেটে টিকেেথেকে ২৬৯ বল খেলে তুলেন শতক। প্রোটিয়াদের বিপক্ষে এটিই কোন টাইগার ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। এর আগে মুমিনুল সর্বোচ্চ ৭৭ রান করেন, পচেফস্ট্রুমে। হাবিবুল বাশার ৭৫ তুলেছিলেন চট্টগ্রামে। তাদের পেছনে ফেলে জয় নতুন এক উচ্চতায়।
অন্য প্রান্তে নিয়মিতই উইকেট পড়লেও মুগ্ধতা ছড়িয়ে তিনি পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আনন্দে। অথচ জয় পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে অভিষেকে করেন শূন্য। অবশ্য এরপর নিউজিল্যান্ডে খেলা পরের টেস্টেই খেলেন ৭৮ রানের দারুণ ইনিংস। এবার তো নিজেকেও ছাড়িয়ে গেলেন।
তার শতকেই ফলোঅন এড়িয়ে বাংলাদেশ প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাব দিচ্ছে। দল তার ব্যাটেই খুঁজে পেয়েছে স্বস্তি।
Discussion about this post