আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা মনের মতো হয়নি বাংলাদেশের। ব্যাটসম্যানরা স্বপ্ন দেখালেও তাতে জল ঢেলে দিয়েছেন বোলাররা। প্রথমে ব্যাট করে ৩০৫ রান তুলেছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহীমরা। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হার!
সেই হারের পর প্রশ্নবিদ্ধ হচ্ছে আম্পায়ারিং। তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেয়ার পরও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের বেঁচে যান। মাশরাফি এই প্রসঙ্গটাই তুলে আনছেন।তার বিশ্বাস এই আউটটা আম্পায়াররা দিলে দিনশেষে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত!
ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারের ঘটনা। বল হাতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মরগান ছিলেন ২২ রানে। ওভারের চতুর্থ ডেলিভারিতে লং অনে পাঠান মরগান। দৌড়ে এসে দুর্দান্ত ডাইভ দিয়ে উড়ে যাওয়া বল হাতে নেন তামিম।
অনফিল্ড আম্পায়ার এস রাভি ও রড টাকার আউট দিলেন না। থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন।
সফট সিগনালে নট আউট দেখান তারা। তারপর থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড রিপ্লে দেখে সেটা আউট ছিল কিনা তা ঠিকমত বুঝতে পারেন নি। অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত বাদ করার সুযোগ নেই থার্ড আম্পায়ারের।
অথচ তামিম নিজে খুব আত্মবিশ্বাসের সঙ্গে আম্পায়ারদের জানিয়েছিলেন যে তিনি পরিষ্কারভাবে ক্যাচটি নিয়েছেন। ম্যাচ শেষে বৃহস্পতিবার তাইতো মাশরাফি বললেন, ‘তামিম নিশ্চিত ছিল ওটা একটা ক্যাচ। কিন্তু আম্পায়াররা হয়ত আরও ভালোভাবে জিনিসটা দেখতে পেয়েছেন। তারপরও দিনশেষে ফিল্ডারের নিজস্ব অনুভূতিটাও অনেক জরুরি। ও এখনো বিশ্বাস করে ওটা ক্যাচ ছিল। ভালো হতো যদি থার্ড আম্পায়ার আরও কাছ থেকে রিপ্লেটা দেখতেন। আমি জানি না কেন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানিয়ে দেয়া হলো। সম্ভবত ভালো মত রিপ্লেটা দেখলে ভালো হতো।’
শেষ পর্যন্ত সেই মরগান ৬১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলকে জেতান!
Discussion about this post