তার বিশ্বকাপে খেলা নিয়েই ছিল শঙ্কা। কিন্তু অসম্ভবকে সম্ভব করে লুইস সুয়ারেজ থাকলেন দলে। ইনজুরির কারনে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটা খেলা হয়নি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই তিনি উরুগুয়ের জয়ের নায়ক। দুই গোল করে প্রায় ভেঙ্গে দিলেন ওয়েন রুনিদের দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন। বিদায় নিল ইংল্যান্ড। এই জয়ে নকআউট পর্বে উঠার সম্ভাবনা টিকে থাকল উরুগুয়ের।
৩৯ মিনিটে করা এই গোলের কৃতিত্ব অনেকটাই দিতে হবে এডিনসন কাভানিকে। তাতে হেড সুয়ারেজের (১-০)।
৮০ মিনিটে গোল ওয়েন রুনির (১-১)। ৮৪ মিনিটে আবার সুয়ারেজ। তিনি বল পাঠালেন ইংল্যান্ডের জালে (২-১)।
এদিকে দিনের আরেক খেলায় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রায় দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে কলম্বিয়া। এই বিশ্বকাপে প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল কার্লোস ভালদেরামার উত্তরসুরীরা।
ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত গ্র“প সি’এর ম্যাচে ৬৪ মিনিটে প্রথমে এগিয়ে দেন জেমস রদ্রিগেস। ৬ মিনিট পর সেই ব্যবধানটা দ্বিগুন করেন হুয়ান কুইন্তেরো।
৭৩ মিনিটে জার্ভিনহোর গোল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে (১-২)। কিন্তু লাভ হয়নি। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি-গ্র“পের শীর্ষে কলম্বিয়া। আগের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারানো আইভরি কোস্টের অর্জন ৩ পয়েন্ট।
২৪ জুন গ্র“পে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়া লড়বে জাপানের বিপক্ষে। একইদিন আইভরি কোস্টের লড়বে গ্রিসের সঙ্গেড়।
Discussion about this post