সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর আধুনিক ক্রিকেটের মিলন ঘটল এক ব্যতিক্রমী আয়োজনে। সুরমা নদীর তীরে, ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘর ও ক্বিন ব্রিজের সামনে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করে এক নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের এন্ড্রু বালবার্নি। অনুষ্ঠানে বিসিবির কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
বিসিবি জানিয়েছে, ঐতিহাসিক ও পর্যটননির্ভর স্থানগুলোতে ট্রফি প্রদর্শনের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো খেলাধুলার প্রতি স্থানীয় মানুষের আগ্রহ বাড়ানো এবং ক্রিকেটের সঙ্গে ট্যুরিজমের সংযোগ স্থাপন করা। দেশের প্রতিটি অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করতে বিসিবি ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন চালিয়ে যাচ্ছে।
১৮৭৪ সালে নির্মিত আলী আমজদের ঘড়িঘর সিলেটের প্রতীকী স্থাপনা হিসেবে সুপরিচিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তাঁর ছেলে আলী আমজদের নামে এই ঘড়িঘরটি নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের গম্বুজাকৃতির নকশায় তৈরি এই স্থাপনা সিলেটের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট এবং কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। সুরমা নদীর তীরবর্তী ক্বিন ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা এই ঘড়িঘর আজও সিলেট নগরের চিরচেনা পরিচয় বহন করে।
ঘড়িঘরের সামনে আজকের ট্রফি উন্মোচন শুধু একটি ক্রীড়া-আয়োজনই নয়, বরং এটি হয়ে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার এক প্রতীকী মেলবন্ধন। স্থানীয় মানুষ, পর্যটক ও ক্রিকেটপ্রেমীরা এই আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ১৯ নভেম্বর থেকে।










Discussion about this post