শেষ র্পন্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে উঠতেই পারল না মোহামেডান স্পোটিং ক্লাব। দলটির অবস্থান সাত নম্বরে। ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ। আগেরই ৫ দল নিশ্চিত থাকার কারণে শেষ দিনে সেরা ৬ দলে নাম লেখায় শেখ জামাল ক্রিকেট ক্লাব।
মোহামেডানের কারণে ১১ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছিল ১১ পয়েন্ট। অবস্থান টেবিলের সাত নম্বরে। সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৫ এবং ৬ নম্বরে রয়েছে শেখ জামাল ও গাজী গ্রুপ। গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী। তাদের পয়েন্ট ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার এই ছয় দল নামবে শিরোপার লড়াইয়ে।
১১ ম্যাচ শেষে চমক দেখানো দল খেলাঘর সমাজকল্যান সংস্থার অর্জন ১৪ পয়েন্ট। দলটি রয়েছে তিন নম্বর স্থানে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর চার নম্বরে। ১০ পয়েন্ট করে নিয়ে ৮ ও ৯ নম্বরে শাইনপুকুর আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১০ ও ১১ নম্বরে থাকা ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৮। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে মোহাম্মদ আশরাফুলের দল কলাবাগান ক্রীড়াচক্র। এই তিন দলকে নিয়ে এখন হবে রেলিগেশন লিগ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ। রেলিগেশনে পড়বে শেষ দুই দল।
Discussion about this post