ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ। এবার পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগে। শিরোপা লড়াইয়ে নামবে তারা। আবার রেলিগেশন এড়াতে লড়বে ৩ দল।
প্রিমিয়ার লিগের সুপার লিগে প্রতিদিন হবে ৩টি করে ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল- গাজী টিভি ও টি-স্পোর্টস।
সুপার লিগের ৬ দল-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সুপার লিগের সূচি–
তারিখ | দল | সময় |
১৯ জুন ২০২১ | প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ | সকাল ৯টা |
১৯ জুন ২০২১ | প্রাইম ব্যাংক বনাম শেখ জামাল | দুপুর ২টা |
১৯ জুন ২০২১ | আবাহনী বনাম মোহামেডান | সন্ধ্যা সাড়ে ৬টা |
২০ জুন ২০২১ | প্রাইম দোলেশ্বর বনাম শেখ জামাল | সকাল ৯টা |
২০ জুন ২০২১ | আবাহনী বনাম গাজী গ্রুপ | দুপুর ২টা |
২০ জুন ২০২১ | প্রাইম ব্যাংক বনাম মোহামেডান | সন্ধ্যা সাড়ে ৬টা |
২২ জুন ২০২১ | মোহামেডান বনাম শেখ জামাল | সকাল ৯টা |
২২ জুন ২০২১ | প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ | দুপুর ২টা |
২২ জুন ২০২১ | আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর | সন্ধ্যা সাড়ে ৬টা |
২৩ জুন ২০২১ | গাজী গ্রুপ বনাম মোহামেডান | সকাল ৯টা |
২৩ জুন ২০২১ | আবাহনী বনাম শেখ জামাল | দুপুর ২টা |
২৩ জুন ২০২১ | প্রাইম ব্যাংক বনাম প্রাইম দোলেশ্বর | সন্ধ্যা সাড়ে ৬টা |
২৫ জুন ২০২১ | প্রাইম ব্যাংক বনাম আবাহনী | সকাল ৯টা |
২৫ জুন ২০২১ | প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান | দুপুর ২টা |
২৫ জুন ২০২১ | গাজী গ্রুপ বনাম শেখ জামাল | সন্ধ্যা সাড়ে ৬টা |
Discussion about this post