মাহমুদউল্লাহকে নিয়ে গুঞ্জন কিছুতেই থামছে না! সকালে কলম্বোতে বসে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বললেন এক কথা। ঢাকা সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জানালেন আরেক তথ্য। রীতিমতো ধূম্রজাল ছড়িয়ে পড়ল! মাহমুদউল্লাহকে দেশে ফেরত পাঠানোর খবর শুনে রীতিমতো বিস্মিত বোর্ড প্রধান!
সোমবার বিকেলে বেক্সিমকোতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, ‘ওকে দেশে পাঠিয়ে দেওয়ার খবর আমার জানা নেই। যেহেতু পরের টেস্টে নেই, ও যদি আসতে চায় দেশে কয়েক দিনের জন্য তাহলে পরে মাশরাফিদের সঙ্গে যাবে। কিন্তু ওকে পাঠিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।’
অথচ কলম্বোয় খালেদ মাহমুদ বললেন ভিন্ন কথা। এনিয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেখুন ও যদি আসতে চায়, সেটা অন্য কথা। আমাদের এখান থেকে আমার জানা মতে, আমরা কেউ বলিনি যে ওকে পাঠিয়ে দাও। কারণ ওয়ানডেতে ওর থাকার কথা।’
দুই পক্ষ থেকে দুই কথা! কিছুটা যেন বিব্রত বোর্ড প্রধানও। বললেন, ‘সুজন এটা শ্রীলঙ্কা থেকে বলেছে? আমি কারও সঙ্গে কথা না বলে বলতে পারছি না টিম ম্যানেজার কেন এরকম বলেছে। রিয়াদই বলেছে যে আমি চলে যাই, নাকি ও বলেছে, সেটা জানতে হবে। কারণ আমার সঙ্গে আলাপ না করে একটা প্লেয়ারকে ওদের বলার কথা নয় যে তুমি চলে যাও।’
অবশ্য রাত গড়াতেই জানা গেল ওয়ানডে দলে আছেন রিয়াদ। তাইতো দেশে ফিরছেন না এই অলরাউন্ডার। কে জানে এখন কি বলবেন সুজন?
Discussion about this post