ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে দুশ্চিন্তায় সময় কেটেছে তার। আঙুলের চোট শঙ্কায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তির খবর তেমন জটিলতায় পড়তে হচ্ছে না সাকিব আল হাসানকে। চিন্তামুক্ত এই অলরাউন্ডার। রিপোর্ট ভাল। ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার দুপুরে শঙ্কা মুক্ত হয়ে মেলবোর্ন হাসপাতাল ছেড়েছেন সাকিব। সুখবর নিয়েই দেশে ফিরছেন তিনি।
জানা গেছে তিনি মেলবোর্নে এক বন্ধুর বাসায় উঠেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় সুযোগ বুঝে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। গত ৫ অক্টোবরতিনি মেলবোর্নে পা যান বাঁ হাতের আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সব পরীক্ষা-নিরীক্ষার ফল গত মঙ্গলবার পেয়ে যান তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে তিনি খেলা শুরু করতে পারবেন। তারপর যদি হাতে নতুন করে ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে।
তবে এই বছর যে সাকিব আর ফিরতে পারছেন না এটা নিশ্চিত। আগামী বছর বিশ্বকাপের আগে হয়তো মাঠে দেখা যাবে তাকে।
Discussion about this post