ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে প্রায় থমকে গিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। তবে এভাবে আর কতোদিন। দৃশ্যপট পাল্টাচ্ছে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশের সব সরকারি-বেসরকারি-আধাশাসিত-স্বায়ত্তশাসিত অফিস সীমিত পরিসরে চালু রাখার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এ অবস্থায় স্বল্প পরিসরে অফিসের কার্যক্রম শুরু করছে বিসিবি। ১ জুন, সোমবার থেকে খুলছে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সরকার সাধারণ ছুটি ঘোষণা করতেই বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঘরে বসেই কাজ করছিলেন বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা।
এ অবস্থায় গণমাধ্যমে নিজাউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন আমরা স্বল্প পরিসরে আমাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছি। এতোদিন অফিসে না এসে বাসা থেকে কাজ করেছি। এবার স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অফিস করবো। দেখে-শুনে কাজ শুরু করব। যে বাসা থেকে অফিস করতে চাইবে- তাদের আমরা অনুমতি দেবো।
Discussion about this post