গাজী ট্যাংক ক্রিকেটার্স এরইমধ্যে জানিয়ে দিয়েছে, হয় ক্রিকেটারদের দেওয়া ১ কোটি ৭ লাখ টাকা ফেরত দিতে হবে, না হলে তাদের গাজী ট্যাংকে খেলার ব্যবস্থা করতে হবে। অন্যথায় লিগ না খেলার প্রচ্ছন্ন হুমকি রয়েছে তাদের। তামিম ইকবাল-সাকিব আল হাসানসহ ছয় ক্রিকেটারকে দেওয়া অগ্রিম অর্থের দাবিতে সোচ্চার এখন গাজী ট্যাংক। লিগ দরজায় কড়া নাড়ছে। এর মধ্যে গাজী ট্যাংকের এ আল্টিমেটাম কী কোনো বাধা? লিগ কি যথাসময়ে শুরু হবে?
সিসিডিএম সভাপতি জালাল ইউনুস জানালেন, লিগ যথাসময়েই শুরু হবে। তাই যদি হয়, তাহলে গাজী ট্যাংক যে অগ্রিম অর্থ দিয়েছে, তার কী হবে?
এর জবাবও আছে জালাল ইউনুস বললেন ‘দেখুন এবার দলবদল হয়েছে অন্য ভাবে, লটারিতে। সেখানে অগ্রিম অর্থ দেওয়া-নেওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু আমরা জেনেছি কোনো কোনো ক্রিকেটার আগেই অগ্রিম অর্থ নিয়েছে। আমরা মনে করি তা অবশ্যই পরিশোধ করে দেওয়া উচিত। আর সে কারণেই ক্রিকেটারদের কাছে একটি চিঠি যাচ্ছে।’
সিসিডিএম নীতিগতভাবে চাচ্ছে অগ্রিম দেওয়া অর্থ ফিরে পাক গাজী ট্যাংক।
২০১২-১৩ প্রিমিয়ার লিগে দল গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে বেশ ক’জন ক্রিকেটারকে অগ্রিম অর্থ দেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের চেয়ারম্যান লুত্ফর রহমান বাদল। দুই শীর্ষ তারকা তামিম ও সাকিবকে ৩৫ লাখ করে, অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মনকে ১৫ লাখ, নুরুল হাসান সোহানকে ১৮ লাখ, নাজমুল হাসান মিলন এবং বিশ্বনাথ হালদারকে ২ লাখ টাকা করে অগ্রিম অর্থ দিয়েছেন তিনি।
Discussion about this post