ভয়াবহ রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। পানি বেড়েই চলেছে। বৃষ্টিও চলছে অঝোর ধারায়। এরইমধ্যে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক পথ আর রেলপথ দুটোতেই পানি। বিমানবন্দরেও পানি। সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সেখানে ক্রিকেট চালিয়ে যাওয়া তো সম্ভবই নয়। এ কারণেই ক্যাম্পের মাঝ পথ থেকেই ফিরে আসছে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগ।
চলতি মাসের শুরু থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছিল বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের (এইচপি) ক্যাম্প। আরও কিছুদিন চলার কথা ছিল। কিন্তু সিলেট শহর বন্যায় প্লাবিত হওয়ায় ক্যাম্প পণ্ড। আকবর আলিরা শনিবারই ধরেছেন ঢাকার পথ।
এখন হোটেলে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ ও ইনডোরে পালা করে অনুশীলন করবেন এইচপি দলের ক্রিকেটাররা। অবশ্য মিরপুরে ১২ জুন থেকে চলছে বিসিবির আরেকটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এ কারণেই সকালে ও বিকেলে এইচপির জন্য মাঠ ফাঁকা করে দুপুরের সময়টা টাইগার্সের জন্য সময় ঠিক করে দেবে বিসিবি।
এইচপি ক্যাম্পের এবারের পর্বে অনুশীলনে আছেন ২৭ জন তরুণ ক্রিকেটার। এবারের এইচপি ক্যাম্পে শুরু হয় ১৫ মে। কক্সবাজারে অনুশীলন পর্ব শেষে সিলেটে ক্যাম্প চলছিল। এই ক্যাম্প চলার কথা ছিল ৬ জুলাই পর্যন্ত। কিন্তু বন্যায় ফিরে আসতে হলো ক্রিকেটারদের।
ঈদের ছুটির পর এইচপি দলের ক্যাম্পের শেষ পর্ব হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে ভেন্যু পাল্টে চট্টগ্রামের বদলে খুলনায় হবে এইচপির ক্যাম্পের শেষ পর্ব।
Discussion about this post