সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের সামনে এখন বড় এক চ্যালেঞ্জ। চার দিনের প্রথম ম্যাচে তিন দিনের খেলা শেষে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৬ রান তুলে ফেলেছে সফরকারীরা। এখন পর্যন্ত তাদের লিড দাঁড়িয়েছে ২০৪ রানে।
আজ শুক্রবার দিনের শুরুটা ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। প্রথম ইনিংসে কিউইদের ২৫৬ রানে অলআউট করার পর ব্যাট হাতে ২৬৮ রান তুলে নেয় স্বাগতিকরা। যদিও শেষ দুই উইকেট হারাতে লেগেছে মাত্র ৫৭ বল, তবুও ১২ রানের লিড পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল টাইগার ‘এ’ দল।
দ্বিতীয় ইনিংসে আবার ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। শুরুতেই খালেদ আহমেদের আঘাত থাকলেও মিডল অর্ডারে প্রতিরোধ গড়েন নিক কেলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৯৬ বল খেলে তিনি অপরাজিত আছেন ১১৭ রানে। স্পিনার হাসান মুরাদ নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া খালেদ ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ‘এ’ ১ম ইনিংস: ২৫৬/১০
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৬৯.৩ ওভারে ২৬৮/১০ (মুরাদ ১৫*, ইবাদত ১২, এনামুল ৫; ক্লার্ক ১৯-৩-৮৮-৩, আব্বাস ৮-০-৪২-১, লেনক্স ১৭.৩-৩-৩৯-১, ক্লার্কসন ১৫-৩-৪৪-৪, আশোক ১০-২-৫৫-১)
নিউজিল্যান্ড ’এ’ ২য় ইনিংস: ৬৬ ওভারে ২১৬/৫ (মারিয়ু ৬, কার্টার ৫৮, কেলি ১১৭, আব্বাস ২, বয়েল ২, ক্লার্কসন ৫, হে ১১*; খালেদ ১০-০-৩০-১, নাঈম ২২-৩-৪৭-১, মুরাদ ১৯-১-৫১-৩)
# তৃতীয় দিন শেষে
Discussion about this post