প্রথম ম্যাচটা জয়ের পরই পথ হারাল দল। এরপর টানা দুই হার। তাতেই সিরিজটাও শেষ বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটাররা কিছুই করতে পারল না। শুক্রবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৪৪ রানে হাল বাংলাদেশ। প্রথমটি জয়ের পর টানা দুই ম্যাচে হার। এর পথ ধরে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কানরা মেয়েরা।
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হয়নি। শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। এরপর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তী দুটি হেরে সিরিজ হাতছাড়া। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হারে ৪৪ রানে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানে আটকে যায় নিগার সুলতানারা।
টাইগ্রেসদের মধ্যে যা একটু ব্যাট হাতে লড়লেন শবনম মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। শবনম ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩০ রান। জ্যোতি ৩৩ বলে ২ চারে করেন ৩১। তৃতীয় সর্বোচ্চ ১১ রান রিতু মনির।
এরপর বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ছিলেন সবচেয়ে খরুচে। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ৪ ওভারে ৩৭ রান দিয়ে নাহিদা আক্তার ১টি, ৩১ রান দিয়ে ফাহিমা খাতুন ১ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা নারী দল: ২০ ওভারে ১৫৮/৩ (আতাপাত্তু ৩২, গুনারত্নে ২, হার্শিথা ৫১, আনুশকা ৪, নিলাকশি ৬৩; জাহানারা ৪-০-৪৪-০, মেঘলা ৪-০-২২-০, রাবেয়া ৪-০-২০-১, নাহিদা ৪-০-৩৭-১, ফাহিমা ৪-০-৩১-১)
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৪/৭ (ফারজানা ১০, রুবাইয়া ০, সোবহানা ৩০, নিগার ৩১, মুর্শিদা ৮, রিতু ১১, নাহিদা ৫, ফাহিমা ৯, রাবেয়া ১*; উদেশিকা ৪-০-১৭-২, সুগন্ধিকা ৪-০-১৯-১, কাভিন্দি ৪-০-২৮-২, ওশাদি ২-০-১৫-০, ইনোকা ৪-০-১৭-২, কাভিশা ২-০-১৪-০)
ফল: শ্রীলঙ্কা নারী দল ৪৪ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা
Discussion about this post