একটা সাফল্যই আরেকটার ভিত গড়ে দেয়। বাংলাদেশ দল একটা অর্জনে উজ্বল। এবার আরেকটায় চোখ। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ১ রানের নাটকীয় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে টাইগারদের। এবার তাইতো ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ে চোখ।
ভারতের বিপক্ষে জয়ের পরের দিন সোমবার পেস বোলার ইবাদত হোসেন চৌধুরী বললেন, একটা জয়ের প্রতীক্ষায় ছিল দল, ‘এমন একটা জয় আমাদের দরকার ছিল। আমরা ওয়ানডেতে খুব ভালো দল। তবু ভারতের বিপক্ষে এই জয়টা আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি।’
প্রথম ওয়ানডেতে ইবাদত ৪৭ রানে ৪ উইকেট নেন। এটিই ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে একমাত্র ম্যাচে নেন ২ উইকেট। এবার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।
তাসকিন আহমেদের ইনজুরিতেই দলে জায়গা মিলেছে। আর সুযোগটা কাজে লাগালেন তিনি। ভারতীয় বোলারদের শাসন করলেন প্রথম ম্যাচে। যেখানে সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। এই সাফল্যের পর এবার সিরিজে চোখ ইবাদতের, ‘হয়তো এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছি, এর মানে এই নয় যে সিরিজ জিতে গিয়েছি। কাল আমাদের একটা অনুশীলন সেশন আছে। পরের দিন ম্যাচ আছে। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচটাও সবাই মিলে ভালো খেলার চেষ্টা করব।’
জয়ের পর দিন সোমবার বাংলাদেশ দলে ছিল ছুটির আমেজ।ক্রিকেটাররা কেউ কেউ নিজ বাসায় চলে যান। সাকিব রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন খেলতে দেখা গেল। এই মেজাজ ধরে রেখে এবার সিরিজটাও জিততে চায় দল।
৭ ডিসেম্বর একই ভেন্যু মিরপুরে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট যথাক্রমে শুরু ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে। পরেরটি ঢাকায়।
Discussion about this post