সেরা দলটা নিয়ে ভারত আসেনি। মহেন্দ্র সিং ধোনি নেই। নেই আরেক অধিনায়ক বিরাট কোহলি। তাছাড়াও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। এ সুযোগে ভারতের বিপক্ষে রোববারের প্রথম ওয়ানডে ম্যাচই নয়, সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
শনিবার সংবাদ সম্মেলনে যেমনটা বলছিলেন অধিনায়ক মুশফিকুর রহীম, ‘আমাদের সামনে সুযোগ আছে তিন ম্যাচের মধ্যে সবটিতে জেতার। সব কিছু ঠিকঠাক থাকলে তিনটি ম্যাচই জিতব আমরা।’ অবশ্য আগেই ভারতীয় দলটাকে এ’ দল বলেছিলেন মুশফিক। ব্যাপারটা কানে যেতেই ভারত অধিনায়ক সুরেশ রায়না বললেন, ‘ভারতীয় ‘এ’ দলের কথা আসছে কেন? এটা ভারত ও বাংলাদেশের সিরিজ।’
এদিকে ভারতীয় মিডিয়াও এই সিরিজটাকে গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটের প্রচার স্বত্ব কেনা ‘গাজী টিভি’ শনিবার পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের কাছে ভারত-বাংলাদেশের এবারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বিক্রি করতে পারেনি। দূরদর্শন স্পোর্টস ও স্টার স্পোর্টসের সঙ্গে কথা চললেও কেউ তেমন উৎসাহ দেখায়নি।
রোববারের এই প্রথম ওয়ানডে ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুপুর একটা থেকে। টেলিভিশনে খেলা দেখাবে গাজী টিভি। সিরিজের বাকী দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্টিত হবে ১৭ ও ১৯ জুন।
Discussion about this post