শোকের আবহে শুরু হয়েছিল খেলা, শেষটা হলো গর্বে ভরা। পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৮ রানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ- প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
আজ মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ব্যতিক্রমী লড়াই করেন জাকের আলি অনিক (৫৫) ও শেখ মেহেদী হাসান (৩৩)। এরপর বল হাতে মুস্তাফিজ-তানজিমদের দৃঢ়তায় পাকিস্তানকে অলআউট করে টাইগাররা জয় নিশ্চিত করে।
শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান, বাংলাদেশের চাই ১ উইকেট। মুস্তাফিজের প্রথম বলেই চার মেরে উত্তেজনা ফেরান আহমেদ দানিয়াল। দ্বিতীয় বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ! ম্যাচ শেষ, বাংলাদেশ উল্লাসে ফেটে পড়ে।
পাকিস্তান অলআউট ১২৫ রানে। জয় ৮ রানে। সিরিজ ২-০ তে বাংলাদেশের পক্ষে।
মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ-নাঈম, লিটন, হৃদয়, ইমন কেউই দাঁড়াতে পারেননি। সেখান থেকে ঘুরে দাঁড়ান জাকের আলি ও শেখ মেহেদী। ৫টি ছক্কায় ৫৫ রান করেন জাকের, মেহেদী ৩৩।
তাদের ইনিংসেই গড়ে ওঠে লড়াইয়ের মূল ভিত। বাকিরা ব্যর্থ হলেও এই পুঁজি দিয়েই শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১৫ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। এরপর ফাহিম আশরাফ একাই ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ৩২ বলে করেন ৫১ রান। রিশাদের এক ওভারে ১৫ রান তুলে জয়ের গন্ধও পেয়ে যায় সফরকারীরা। কিন্তু শেষটা হলো টাইগারদের পক্ষেই।
উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশের আকাশ ঢাকা ছিল বিষাদে। সেই প্রেক্ষাপটে খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন। ছিল এক মিনিট নীরবতা, জাতীয় পতাকা অর্ধনমিত, মিলাদ মাহফিলের আয়োজনও।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/১০ (নাঈম ৩, পারভেজ ১৩, লিটন ৮, হৃদয় ০, জাকের ৫৫, মেহেদি ৩৩, শামীম ১, তানজিম ৭, রিশাদ ৮, শরিফুল ১, মুস্তাফিজ ০*; সালমান মির্জা ৪-১-১৭-২, ফাহিম ৩-০-২০-১, দানিয়াল ৪-০-২৩-২, মোহাম্মাদ নাওয়াজ ৩-০-১৯-১, সাইম ১-০-৩-০, খুশদিল ১-০-১২-০, আফ্রিদি ৪-০-৩৭-২)।
পাকিস্তান: ১৯.২ ওভারে ১২৫/১০ (ফাখার ৮, সাইম ১, হারিস ০, সালমান আলি আগা ৯, হাসান নাওয়াজ ০, মোহাম্মাদ নাওয়াজ ০, খুশদিল ১৩, আফ্রিদি ১৯, ; মেহেদি ৪-০-২৫-২, শরিফুল ৪-০-১৭-৩, মুস্তাফিজ , তানজিম ৪-০-২৩-২, রিশাদ )।
ফল: ৮ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ।
ম্যান অব দা ম্যাচ: জাকের আলি অনিক।
Discussion about this post