ক্যারিবিয়ান মিশন শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে মাঝ পথেই ফিরে আসতে হয়েছে তাদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলে সাকিব সোমবার রাতে ও মিরাজ ফিরেছেন মঙ্গলবার সকালে।
গতবারের মতো এবারো সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেন সাকিব। বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার ৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬১ রান। ২টি উইকেটও নিয়েছেন এই স্পিনার। তবে মেহেদী মিরাজ শুধু মাঠের বাইরে বসে অভিজ্ঞতা নিয়েছেন। বলিউড কিং শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্র পেয়ে ৫ ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগষ্ট ঢাকা আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ২৭ আগস্ট থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু দুই দেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর। তারও আগে ২২ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্টিভেন স্মিথের দল।
Discussion about this post