ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে দেশে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টে।রোববার রাতে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে না থাকায় সিপিএল খেলতে যান তিনি।
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বদলি ক্রিকেটার হিসেবে ডাক পান রিয়াদ। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে দেখা যায় তাকে। জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের আসরে মোট ৫টি ম্যাচ খেলেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১ রান আসে রিয়াদের ব্যাট থেকে। যদিও বল হাতে ইকোনোমিক বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সিপিএলের পঞ্চম আসরের এলিমিনিটর ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তিনটি উইকেট নেন রিয়াদ।
এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। দলটির হয়ে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার করেন অপরাজিত সর্বোচ্চ ৪৪ রানসহ মোট ৬১ রান। মোট ৯ ওভার বল করে ওভার প্রতি ৭.৩ হারে রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।
সিপিএলে এবার চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানায় ডোয়েন ব্রাভোর নেতৃত্বে এই দলটিতে ছিলেন বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। যদিও কোনো ম্যাচ খেলার আগেই অজিদের বিপক্ষে খেলতে দেশে ফিরেন তিনি।
Discussion about this post