সিপিএলের আলো ঝলমলে দিনে, ক্যারিবিয়ান দ্বীপে যখন গ্যালারির বাতাস থমকে আছে, তখন এক ক্রিকেটার নামলেন মাঠে-চোখে পুরোনো আত্মবিশ্বাস, হাতে বিশ্বজয়ের ব্যাট। নাম তার সাকিব আল হাসান। বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন দেখা যায় না তাকে, কিন্তু ব্যাট হাতে বিশ্বমঞ্চে এখনো তিনি যেন এক নির্ভীক যোদ্ধা।
রোববার সেন্ট লুসিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে যেন আগুন ছড়ালেন সাকিব। একের পর এক চার-ছক্কার ঝড় তুললেন। ভক্তরা আবারও দেখল সেই চেনা আগ্রাসী সাকিবকে, যে প্রতিপক্ষকে চুপ করিয়ে দেয় ব্যাটের জবাবে।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব যখন নামলেন, তখন স্কোরবোর্ড বলছিল-ভালো সংগ্রহের জন্য দরকার আগ্রাসন। আর সেই ভূমিকা নিতে যেন তৈরি ছিলেন সাকিবই।
মাত্র ২০ বলেই তুলে নিলেন হাফ সেঞ্চুরি-একটি ইনিংস নয়, যেন বারুদের বিস্ফোরণ! ডেভিড ভিসের এক ওভারে নিলেন ২৪ রান-তিন চার, দুই ছক্কা। ক্রিকেট বিশ্লেষকরা তখন বলছিলেন, ‘এটাই তো সাকিব, যাকে আমরা চিনি!’
সবমিলিয়ে ৫টি চার ও ৫টি ছক্কায় ২৬ বলে করলেন ৬১ রান। থামলেন না নিজের ইচ্ছায়, থামলেন টপ এজ হয়ে। কিন্তু ততক্ষণে যা করার, করে দিয়েছেন-ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছেন একার ব্যাটে।
জাঙ্গোর সঙ্গে গড়েছেন ৯১ রানের জুটি। তারাও হাফ সেঞ্চুরি করেছেন, তবে সাকিবের ইনিংস ছিল ‘ধ্বংসযজ্ঞ’ নামে চিহ্নিত করার মতোই।
সাকিব এখন শুধু একজন জাতীয় দলের ক্রিকেটার নন, তিনি এক বিশ্বায়িত ক্রিকেট সেনসেশন। সিপিএল খেলেই যাচ্ছেন কানাডার পথে, সুপার সিক্সটি লিগে অংশ নিতে। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে আবারও নামবেন মাঠে।
Discussion about this post