ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই দাপুটে এক ক্রিকেটার তিনি। কারণ ব্যাট-বল দুটেই সমান তালে কথা বলে তার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) সেই চেনা সাকিব আল হাসানের দেখা মিলছে। টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে সাফল্য পেলেন তিনি। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে তার বার্বাডোজ ট্রাইডেন্টসের জয়ে ভূমিকা থাকল বাংলাদেশের এই অলরাউন্ডারের।
ত্রিনিদাদে শুরুতে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে সাকিব শিকার করেন ২ উইকেট। ব্যাট হাতে তুলেন ১৪ বলে ১৩। ত্রিনবাগো নাইট রাইডার্সকে তার দল হারাল ৭ উইকেটে।
এই ম্যাচেরও প্রথম ওভারেই বল হাতে নেন সাকিব। নতুন বল হাতে শুরুতেই আউট করেন ত্রিনবাগোর কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। শুরুতে পাওয়ার প্লের দুই ওভারে দেন মাত্র ৮ রান। এরপর পঞ্চদশ ওভারের বল হাতে নিয়েই বোল্ড করে দেন সিমন্সকে। ৪৫ বলে ৬০ রান করেন তিনি। ত্রিনবাগো তুলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪।
জবাব দিতে নেমে বার্বাডোজের ওপেনিংয়ে জনসন চার্লস তুলেন ৪৭ বলে ৫৫ রান। আরেক ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে ৩৩। সাকিব বড় স্কোর খেলতে না পারলও বার্বাডোজ কম যায়নি।
Discussion about this post