ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে দেশের ক্রিকেট বন্ধ চার মাস। এ সময়ে ক্রিকেটাররা তাই ঘরবন্ধী। তবে নিজেদের ফিট রাখতে যে যার মতো করে চেষ্টা করছেন তারা। এরইমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু বিভিন্ন কারণে ঐ প্রস্তাব গ্রহণ করতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
ঢাকা প্রিমিয়ার লিগে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ তামিম। তাই হুট করেই তিনি অন্য কোন ক্লাব বা দলে নাম লেখাতে পারেন না। এ দিকে আবার পরিবারের কথা চিন্তা করছেন তিনি। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তামিম, ‘দুটি কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি। প্রথমত আমি ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। এখন হুট করে প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বঞ্চিত করা হবে। দ্বিতীয়ত, পরিবার। ওখানে চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। এখন যদি জরুরি কোন পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব হবে না।’
সিপিএলে খেলতে তামিম পেয়েছিলেন ৯০ হাজার ডলারের প্রস্তাব। তবু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার চিন্তায় আপাতত শুধু দেশের ক্রিকেট। এ ক্রিকেটার চান দ্রুত মাঠে ফিরতে। ঝড় তুলতে চান ২২ গজে। এখন দেখার বিষয় কবে সেই সুযোগ আসে।
Discussion about this post