সময় যেন তার বিপক্ষে দাঁড়িয়ে আছে। বয়সের কাঁটা ছুঁয়েছে ৩৮, জাতীয় দলে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তবে সাকিব আল হাসান থামছেন না। থেমে যাওয়া যেন তার স্বভাবের সঙ্গে যায় না।
বাংলাদেশ দলের বাইরেও নতুন ঠিকানা খুঁজে নিচ্ছেন তিনি নিয়মিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অধ্যায়টা শেষ হতেই গেলেন মার্কিন মুলুকে। গন্তব্য যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ। আর সেখানেই আটলান্টা ফায়ারের হয়ে অভিষেক ম্যাচেই যেন মনে করিয়ে দিলেন-অলরাউন্ডারের ব্যাট আর বল এখনো কথা বলতে জানে।
মরিসভিল র্যাপ্টর্সের বিপক্ষে সেই অভিষেক রাঙালেন সাকিব নিজের স্বভাবসুলভ পারফরম্যান্স দিয়ে। ব্যাট হাতে নেমে খেললেন ১৭ বলে ২৭ রানের ঝলমলে ইনিংস। সাজালেন তিনটি চার আর একটি ছক্কায়। স্টিফেন টেলরের সঙ্গে গড়লেন ৭৯ রানের জুটি। টেলরের ৯৭ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে আটলান্টা দাঁড় করাল ১৮১ রানের পাহাড়।
বল হাতেও থেমে থাকেননি তিনি। দুই ওভার বল করে খরচ করেছেন মাত্র ৯ রান, তুলে নিয়েছেন ২ উইকেট। তার এই ছোট্ট স্পেলও প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মরিসভিলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে, আর ম্যাচ জেতে আটলান্টা ৯৬ রানের বিশাল ব্যবধানে।
ক্যারিবিয়ান লিগে এবারের অধ্যায়টা মনে রাখার মতো ছিল না সাকিবের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে নামমাত্র লিগ হলেও যেন তিনি খুঁজে পেলেন নতুন এক শুরু!
Discussion about this post