ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উপমহাদেশে ক্রিকেটের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এবার বানিজ্যের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ ক্রিকেটের খেলা সিনেমা হলে বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। এরইমধ্যে অবশ্য টেলিভিশন, অনলাইন, সোশ্যাল মিডিয়া স্বত্ত্ব বিক্রি হয়েছে।
নতুন মিশনে আইসিসি একটি আন্তর্জাতিক দরপত্র, ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) আহ্বান করেছে। ২৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনেমা স্ক্রিনিং রাইটস বিক্রির ঘোষণা দিয়েছে।
আর এ অবস্থায় সিনেপ্লেক্সে বিশ্বকাপ ম্যাচ দেখানোর সম্ভাবনা তৈরি হল। এমনিতে বিশ্বকাপের সময় সিনেমা ব্যবসা মন্দা যায়। এ কারণে স্ক্রিনিং রাইটস বিক্রি নিয়ে অনিশ্চয়তা নেই।
২০১৯ বিশ্বকাপ ভিন্ন প্লাটফর্মে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারের ব্যবস্থা করছে আইসিসি। সাধারণ মানুষ পরিবারসহ যেন একসঙ্গে বড় স্ক্রিনে বসে খেলা দেখতে পারে সেই উদ্যোগ নেয়া হচ্ছে। সন্দেহ নেই এমন আয়োজনে নিশ্চিত করেই সাড়া পড়বে! কারণ বাংলাদেশও থাকছে এই আয়োজনে। নিজেদের ম্যাচগুলো দেখতে উপচে পড়া ভীড় থাকবে সিনেমা হলে। এমন কী ভারতেও উন্মাদনা ছড়াবে। এ কারণেই আইসিসি নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে।
Discussion about this post