টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও আইসিসির মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিসিবির এই কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিকল্প দল নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ শেষ পর্যন্ত যদি ভারত সফরে অস্বীকৃতি জানায়, তবে তাদের জায়গায় বিশ্বকাপে ডাক পেতে পারে স্কটল্যান্ড। বাছাইপর্বে বাদ পড়লেও আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটিশ দলই রয়েছে বিকল্প তালিকার শীর্ষে। আইসিসির ভেতরের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
পুরো সংকটের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা প্রশ্ন। ২০২৬ আইপিএলে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই বিষয়টি বড় করে তোলে বিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে তারা স্পষ্ট করে জানায়, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে পুরো একটি জাতীয় দল পাঠানো ঝুঁকিপূর্ণ।
এই অবস্থান জানিয়ে শুধু আপত্তি তুলেই থেমে থাকেনি বিসিবি। তারা প্রস্তাব দেয়, ‘গ্রুপ সি’-তে থাকা বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে, বিশেষ করে সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে আইসিসি সেই প্রস্তাবে সায় দেয়নি। সংস্থাটির অবস্থান স্পষ্ট—ভেন্যু ও সূচি পরিবর্তন করা হবে না।
সমাধানের আশায় দুই পক্ষের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে। সম্প্রতি আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। বিসিবি জানিয়েছে, তারা বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়। আইসিসি পাল্টা আশ্বাস দিয়েছে যে নির্ধারিত ভেন্যুগুলো নিরাপদ এবং কোনো ঝুঁকি নেই।
ক্রিকইনফো ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইসিসি বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে অবস্থান বদল না হলে বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। একই সময়ে ‘গ্রুপ বি’-তে থাকা আয়ারল্যান্ড তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই কারণে বিসিবি গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছিল। তবে ক্রিকেট আয়ারল্যান্ড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, নির্ধারিত সূচি অনুযায়ী তারা শ্রীলঙ্কাতেই খেলবে এবং কোনো পরিবর্তনে রাজি নয়।
এই অচলাবস্থার মধ্যেই আইসিসি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণ থাকুক বা না থাকুক, বিশ্বকাপ নির্ধারিত কাঠামো অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফলে বিসিবির সিদ্ধান্তই এখন নির্ধারণ করে দেবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ।










Discussion about this post