মাশরাফি কী আবারো ফিরবেন টি-টুয়েন্টি আর টেস্টে? এমন প্রশ্ন এখন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। যে ক্রিকেট বোর্ড কর্তারা তাকে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছিলেন তারাই এখন অনুরোধের ঢালি নিয়ে বসে আছেন। তবে ওয়ানডে অধিনায়ক এনিয়ে এখনো কিছুই বলছেন না। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা চাইছে ফিরে আসুক মাশরাফি। এ ব্য্যাপারে ম্যাশের সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
দেশের হয়ে টি-টুয়েন্টিতে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার নেতৃত্বে ২৮ ম্যাচে ১০টিতে জিতেছে দল। এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালের স্মৃতি সঙ্গী হয়ে আছে। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো টি-টুয়েন্টির সেরাদের হারিয়েছে যে দল, সেই দলটি এখন দুঃসময়ে। দেশের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশের পর দারুণ চাপে বিসিবি। বলা হচ্ছে মাশরাফি থাকলে এমন দিন দেখতে হতো না!
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এরইমধ্যে বলেছেন, ‘মাশরাফির ফেরার সিদ্ধান্তটা মাশরাফি এবং নির্বাচকদের ওপর নির্ভর করছে। ও কোন ভূমিকায় বাংলাদেশ দলকে সাহায্য করতে পারে, সেটা তাদের ওপর নির্ভরশীল। যদি তাকে ফিরতে বলা হয়, আমি নিশ্চিত মাশরাফি সঠিক সিদ্ধান্তটাই নেবে।’
২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির ফেরানোর যে কথা চলছে তাতে সমর্থন থাকল বোলিং কোচ ওয়ালশের। তিনি বলেন, ‘তাকে ফেরানোর যে কথা চলছে, সেটা দেখে আমি মোটেও অবাক নই। সে খুবই প্রতিভাবান। রাতারাতি তার রিপ্লেসমেন্ট পাওয়া সম্ভব না। তার রয়েছে স্কিল এবং অভিজ্ঞতা। তরুণদের ওই জায়গায় পৌঁছতে সময়ের প্রয়োজন। পাশাপাশি কঠোর পরিশ্রমে তাদের স্কিলের উন্নতিও করতে হবে’
শোনা যাচ্ছে টি-টুয়েন্টিতে খুব একটা আগ্রহ নেই মাশরাফির। এটা আগেও তেমন একটা ছিল না ওয়ানডে অধিনায়কের। তিনি চান আবারো জাতীয় দলের টেস্ট জার্সিতে মাঠে নামতে।
Discussion about this post