শেষদিনে অবশ্য নাটকীয়তা ছড়াল। তারপরও ড্র হল সিডনি টেস্ট। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ নিতে পারেনি ভারত।
শনিবার পঞ্চম ও শেষদিনের খেলা শুরুর আগে আগের দিনের সেই ৬ উইকেটে ২৫১ রানেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাইতো ভারতের জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ৩৪৯ রান। কিন্তু ৭ উইকেট হারিয়ে তুলে ২৪৮ রান।
মুরালি বিজয় করেন ৮০ রান। ইনফর্ম বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৪৬।
এই ড্রয়ের আগেই অবশ্য সিরিজ জিতে নিয়েছিল অজিরা।
শেষ পর্যন্ত ব্যবধান দাড়ায় অস্ট্রেলিয়া ২, ভারত ০।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৭২/৭ ডিক্লে. (রজার্স ৯৫, ওয়ার্নার ১০১, ওয়াটসন ৮১, স্মিথ ১১৭, মার্শ ৭৩, বার্নস ৫৮; সামি ৫/১১২, যাদব ১/১৩৭, অশ্বিন ১/১৪২) এবং ২য় ইনিংস: ২৫১/৬ ডিক্লে. (রজার্স ৫৬, স্মিথ ৭১, বার্নস ৬৬, হ্যাডিন ৩১*; অশ্বিন ৪/১০৫, সামি ১/৩৩)।
ভারত ১ম ইনিংস: ৪৭৫/১০ (রাহুল ১১০, রোহিত ৫৩, কোহলি ১৪৭, অশ্বিন ৫০, ভুবনেশ্বর ৩০; স্ট্যার্ক ৩/১০৬, ওয়াটসন ২/৫৮। এবং ভারত ২য় ইনিংস: ২৪৮/৭ (বিজয় ৮০, রাহুল ১৬, রোহিত ৩৯, কোহলি ৪৬, রাহানে ৩৮*; স্ট্যার্ক ২/৩৬)।
ফল: ম্যাচ ড্র
টেস্টসেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া
সিরিজসেরা: স্টিভেন স্মিথ
##################
অধিনায়ক স্মিথের রেকর্ড
ব্যাট হাতে তিনি যা করতে চাইছেন যেন তাই হচ্ছে। এইতো এই সিডনি টেস্টের ১ম ইনিংসে করলেন ১১৭। এটা নিয়ে ভারতের বিপক্ষে এই সিরিজের ৪ টেস্টেই শতরান পেলেন পেলেন স্মিথ। ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের রেকর্ড। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে স্মিথ করেন অপরাজিত ১৬২ ও ৫২ রান। ব্রিসবেনে পরের টেস্টে ১৩৩ ও ২৮। আর মেলবোর্নে ১ম ইনিংসে ১৯২!
আর তাতেই ভারতের বিপক্ষে অসাধারণ একটি রেকর্ড গড়লেন স্টিভেন স্মিথ। টেস্টে ৪ অথবা তার চেয়ে কম ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়লেন এই অজি অধিনায়ক।
সিডনি টেস্টের চতুর্থ দিনে শুক্রবার তার ব্যাটে এল ৭১। তাতেই ৪ টেস্টের এ সিরিজে তার মোট রান দাড়াল ৭৬৯। গড় ১২৮.১৬! সব মিলিয়ে যা একজন অধিনায়কের রেকর্ড। ভাঙ্গলেন ইংল্যান্ডের অধিনায়ক গ্রাহাম গুচের রেকর্ড। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে ৭৫২ রান করেন গুচ।
৪ টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রান স্যার ভিভ রিচার্ডসের, ৮২৯। স্মিথ ভারতের বিপক্ষে কোনো সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক।এ অবস্থায় টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে ৩৪৮ রান এগিয়ে অজিরা।এর আগে ভারতের হয়ে রেকর্ড গড়েন বিরাট কোহলি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে উঠে যান ইতিহাসের পাতায়। টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম তিন ইনিংসে শতরান করা প্রথম ক্রিকেটার তিনি।
################
সিডনিতেও স্মিথের সেঞ্চুরি, দাপট অজিদের
সিডনিতেও সেই একই দৃশ্য। অস্ট্রেলিয়ার সামনে অসহায় ভারত। তাদের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে করল অজি ব্যাটসম্যানরা। আর তাতেই ১ম ইনিংসে ৭ উইকেটে ৫৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এরপর বুধবার টেস্টের দ্বিতীয় দিনশেষে ১ উইকেটে ৭১ রান তুলেছে ভারত। স্বাগতিকদের চেয়ে তারা ৫০১ রানে পিছিয়ে আছে।
আগের দিনের ২ উইকেটে ৩৪৮ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে অজিরা। ইনফর্ম স্টিভেন স্মিথ তুলে নেন আরেকটি শতরান। ১১৭ রান করে আউট হন তিনি। এটা নিয়ে ভারতের বিপক্ষে এই সিরিজের ৪ টেস্টেই শতরান পেলেন পেলেন স্মিথ। ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের রেকর্ড। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে স্মিথ করেন অপরাজিত ১৬২ ও ৫২ রান। ব্রিসবেনে পরের টেস্টে ১৩৩ ও ২৮। আর মেলবোর্নে ১ম ইনিংসে ১৯২!
চার টেস্টের সিরিজে ৩ টেস্ট শেষে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৭২/৭ ডিক্লে. (রজার্স ৯৫, ওয়ার্নার ১০১, ওয়াটসন ৮১, স্মিথ ১১৭, মার্শ ৭৩, বার্নস ৫৮; সামি ৫/১১২, যাদব ১/১৩৭, অশ্বিন ১/১৪২)।
ভারত ১ম ইনিংস: ৭১/১ (বিজয় ০, রাহুর ৩১*, রোহিত ৪০*; স্ট্যার্ক ১/১৭)।
Discussion about this post