বেচারা নুরুল হাসান সোহান! ক্যারিয়ারে যখন নতুন এক দিগন্তে দাঁড়িয়ে তখনই কীনা ছিটকে গেলেন দল থেকে। ইনজুরি দুর্ভাগ্য হয়ে এসেছে তার ক্যারিয়ারে। চলতি জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন। আবার ব্যাটিংয়েও ছিলেন ছন্দে। সব ঠিক থাকলে তো আসছে এশিয়া কাপ তার জায়গাটা ছিল নিশ্চিত। কিন্তু তার আগে এখন তিনি চোট নিয়ে মাঠের বাইরে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাঁহাতের তর্জনি আঙুলে চোট পেয়েছিলেন সোহান। চিড় ধরা পড়ায় চলে আসতে হয় দেশে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন সুস্থ হতে লাগতে পারে অস্ত্রোপচার। তবে তার আগে সার্জারি ছাড়া সুস্থ হওয়ার পথ খুঁজছে বিসিবি। তাইতো গত রোববার বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন সোহান।
ইংল্যান্ডের চিকিৎসক অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরে একই মত আসলে বিবিসি সেই পথে হাঁটবে। বিসিবি চিকিৎসক মনজুর হোসেন ইঙ্গিত দিয়েছেন অস্ত্রোপচার সেরেই দেশে ফিরবেন সোহান। এক্ষেত্রে অস্ত্রোপচার সুস্থ হতে অন্তত মাসখানেক সময় লাগবে। এর মানে এশিয়া কাপ থেকে ছিটকে যাবেন সোহান।
অবশ্য বিসিবি চাইছে অক্টোবরে শুরু টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সোহানকে সুস্থ করে তুলতে। কারণ পরিস্থিতি যা বলছে তাতে ২৭ আগষ্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে!
Discussion about this post