ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘটনাটি বিরল। একই তারিখে জন্ম বাবা-ছেলের। মাশরাফি বিন মুর্তজা ও তার ছেলে সাহেলের জন্মদিন ৫ অক্টোবর। যদিও দিনটিতে আলাদা করে কিছুই করেন না ম্যাশ। বারবারই এই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন তিনি।
তবে এবার মাশরাফি তার জন্মদিনে ফেসবুকে কোন মন্তব্য পোস্ট করলেন। যেখানে প্রায় জুড়েই মাশরাফি লিখেছেন তার শিশুপুত্র সাহেলকে নিয়ে। বাবা-ছেলের সম্পর্কটাও ফুটে উঠেছে পুরো স্ট্যাটাসে।
মাশরাফির সেই আবেগ ঘন স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে-
‘‘সাহেল তোর শরিরের গন্ধ এখনও আমার নাকে পৃথিবীর সেরা সুগন্ধি, তোর প্রতিদিনের বেড়ে ওঠা আমার চোখে বিস্বয়। তুই যখন জড়িয়ে ধরিস আমাকে আমি স্থির হয়ে যাই। এই দিনে তুই পৃথিবীতে এসেছিলি তাই এই দিনটি তোর মার এবং আমার কাছে বিশেষ দিন।
তোর জন্মের সময় আমি খেলতে বাহিরে ছিলাম, জন্মের পরও তেমন সময় দিতে পারিনি, আজও নানা কাজে ব্যস্ত থেকে পারিনা। তোকে কি শিখাতে পারছি তাও জানিনা।
আল্লাহর কাছে এই দোয়া করি তোর জীবনটা অনেক বড় হোক যাতে এই পৃথিবীটাকে তুই উপভোগ করতে পারিস আপন মহিমায়। একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবি এই আশায় আছি।
আজ তোর বাপের ও জন্মদিন, তুই যতো দিন পৃথিবীতে থাকবি এই দিনটায় তোর আমাকে মনে পড়বে যেখানেই থাকিসনা কেন, দারুণ লাগে এটা ভাবতে।
মানুষকে ভালোবেসে আর মানুষের ভালোবাসার ভেতর বেঁচে থাক অনন্তকাল।
শুভ জন্মদিন বাবা। ইনশাল্লাহ বড় হয়ে আমাকে তোর বাপের মতো করে এই দিনে সময় দিস। ভুলে যাসনে কিন্তু!
আল্লাহ আমাকে আর তোকে বাচায় রাখলে আমি কিন্তু আশায় থাকবো।’
জন্মদিন কাটাতে হবিগঞ্জের রিসোর্টে আছেন বাবা-ছেলে। সেখানেই বাবা মাশরাফি ও ছেলে সাহেল একই ডিজাইনের পাঞ্জাবি পরে এই আয়োজনে অংশ নেন। জন্মদিনের কেকে লেখা-শুভ জন্মদিন বাপ বেটা!
Discussion about this post