আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেলেন সাকিব আল হাসান। সোমবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার এখন আছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের রবিচন্দন অশ্বিন। সাকিবকে টপকে দুই নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার।
সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৪। ফিল্যান্ডারের ৩৬৫। অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৭২। টি-টুয়েন্টি অলরাউন্ডার তালিকায় দ্বিতীয়স্থানে সাকিব।
ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ে সাকিব আছেন দুই নম্বরে। শীর্ষে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
মেয়েদের টি-টুয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের সালমা খাতুন। আবার টি-টুয়েন্টির অলরাউন্ডারের তালিকায় তিনে আছেন তিনি।
এদিকে টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
টেস্ট ক্রিকেটে সেরা বোলিং তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
ওয়ানডেতে ব্যাটিংয়ের শীর্ষ স্থানে রয়েছেন ডি ভিলিয়ার্স। বোলিংয়ে শীর্ষে পাকিস্তানের সাঈদ আজমল। তার বোলিং অ্যাকশন নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে।
টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি।
Discussion about this post