দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে ৯৫ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জেতা নিশ্চিত করল স্বাগতিকরা। জোহানেসবার্গে রোববার প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৭ রান তোলে। অপরাজিত সেঞ্চুরি (১০০*) করেন স্বাগতিকদের এম দ্যু প্রিজ। ১টি করে উইকেট নেন জাহানারা, ফাহিমা ও রুমানা।
জবাবে বাংলাদেশ ৪৮.৩ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক সালমা খাতুন সর্বাধিক ৩৬ রান করেন। দুই ওপেনার ফারজানা ২৫ ও আয়েশা ২৬ রান করে যান।
সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ২৩৭/৪, ৫০ ওভার (প্রিজ ১০০, লি ৭১, নিকার্ক ৩৪; জাহানারা ১/২৯, ফাহিমা ১/৪০, রুমানা ১/৪২)।
বাংলাদেশ : ১৪২/১০, ৪৮.৩ ওভার (সালমা ৩৬, ফারজানা ২৫, আয়েশা ২৬; লুবসের ৩/১৫, নিকার্ক ৩/২৭)।
ফল : দ. আফ্রিকা ৯৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : এম দ্যু প্রিজ।
Discussion about this post