ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
না, হোয়াইওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। এবারো সেই পুরনো ব্যর্থতার বৃত্তেই বন্ধী বাংলাদেশ দল। বোলাররা তেমন কিছুই করতে পারলেন না। ব্যাট হাতে টপ অর্ডার ফের ব্যর্থ। তবে স্বস্তি একটাই-নিষেধাজ্ঞা কমিয়ে বিতর্ক নিয়ে ফেরা সাব্বির রহমান রানে ফিরলেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি দেখা মিলল তার ব্যাটে। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল মাশরাফি বিন মর্তুজার দল।
বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডানেডিনে নিউজিল্যান্ড জিতল অনায়াসে, ৮৮ রানে।
সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা। এদিন নিউজিল্যান্ড জয়ের পুঁজি গড়ে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দল ৫০ ওভারে করে ৩৩০ রান। জবাব দিতে নেমে ২৪২ রানে গুটিয়ে যায় টাইগাররা।
শেষ ব্যাটসম্যান হিসেবে ১০২ রানে আউট হলেন সাব্বির। তবে ম্যাচের নায়ক টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসার ৬৫ রানে নেন ৬ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না দল। এনিয়ে দলটির বিপক্ষে তিন ফরম্যাটে ২৪ ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ।
৩৩০ রান সন্দেহ নেই বড় লক্ষ্য। তবে ডানেডিনের ছোট্ট মাঠে জবাব দিতে নেমে লড়তেও পারেনি অতিথিরা। দল ২ রান তুলতেই হারায় ৩ উইকেট। দ্রুত ফিরেন তামিম ইকবাল (০), লিটন দাস (১) ও সৌম্য সরকার (০)। মুশফিকুর রহিম ১৭ রান তুলে ধরেন তাদের পিছু।
এরপর কিছুটা সময় লড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান জুটি। কিন্তু রিয়াদও ফিরে যান মাত্র ১৬ রানে। এরপর সাইফউদ্দিনকে নিয়ে লড়ে গেছেন সাব্বির। দুঃসময় কাটিয়ে এই ম্যাচেই রানে ফিরেছেন তিনি। দু’জন গড়েন শতরানের জুটি। তবে জয়ের পথে কখনোই ছিল না দল।
সাইফ আউট ৪৪ রানে। এরপর ৩৪ বলে ৩৭ রান করে আউট মিরাজ। ১০৫ বলে সাব্বির পেয়ে যান তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এর আগে বুধবার ভোরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ২৫ ওভারে কিউইরা করে ১২০ রান। কিন্তু পরের ২৫ ওভারে পায় ২১০ রান!
রস টেলর ৬৯ রানের ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন ৮ হাজার রান। তারপর স্টিভেন ফ্লেমিংকে টপকে ওয়ানডেতে দেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন তিনি।
নিশাম করেন ২৪ বলে ৩৭ রান। ৫১ বলে ৫৯ রান ল্যাথাম। ডি গ্র্র্যান্ডহোম ১৫ বলে অপরাজিত ৩৭। মুস্তাফিজুর রহমান ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান। এটিই ওয়ানডেতে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড মুস্তাফিজের।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৩০/৬ (গাপটিল ২৯, মানরো ৮, নিকোলস ৬৪, টেলর ৬৯, ল্যাথাম ৫৯, নিশাম ৩৭, ডি গ্র্যান্ডহোম ৩৭*, স্যান্টনার ১৬*; মাশরাফি ১৫১, মুস্তাফিজ ২/৯৩, রুবেল ১/৬৪, সাইফউদ্দিন ১/৪৮, মিরাজ ১/৪৩)।
বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২৪২/১০ (তামিম ০, লিটন ১, সৌম্য ০, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৬, সাব্বির ১০২, সাইফ ৪৪, মাশরাফি ২, মিরাজ ৩৭, রুবেল ৩, মুস্তাফিজ ০; সাউদি ৬/৬৫, বোল্ট ২/৩৭, ডি গ্র্যান্ডহোম ১/১৮)।
ফল: নিউজিল্যান্ড ৮৮ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: টিম সাউদি
সিরিজসেরা: মার্টিন গাপটিল
Discussion about this post