জাতীয় ক্রিকেট লিগের নতুন টি-টোয়েন্টি আসর শুরু হলো নাটকীয়তায় ভরা এক ম্যাচ দিয়ে। রাজশাহীর হয়ে সাব্বির রহমানের ব্যাটে দেখা মিলল হারানো দিনের ঝলক, কিন্তু ম্যাচের নায়ক হয়ে অভিষেকেই আলো কাড়লেন ঢাকা মেট্রোর তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম।
সকালেই জমকালো আয়োজনে বেলুন উড়িয়ে উদ্বোধন হয় আসরের। কিন্তু বৃষ্টির কারণে মাঠে গড়ায় না খেলা। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ নেমে আসে পাঁচ ওভারে। এমন ছোট্ট ফরম্যাটেও তৈরি হয় দারুণ উত্তেজনা।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় বলেই শূন্য রানে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর হাবিবুর রহমান ও সাব্বির হোসেনও দ্রুত আউট হলে চাপে পড়ে যায় দল।
তবে সাব্বির রহমান দৃঢ়তা দেখান। শুরুতে রান আসছিল ধীরগতিতে। কিন্তু শেষ ওভারে পুরো দৃশ্যপট পাল্টে দেন তিনি। শহিদুল ইসলামের প্রথম বলে লং অনের দিকে বিশাল ছক্কা, দ্বিতীয় বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে আরেক ছক্কা, আর শেষ বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা-তিনটি ছক্কায় ইনিংস শেষ করেন তিনি। ১৫ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে ভর করে রাজশাহী দাঁড় করায় ৬০ রান।
জবাবে ব্যাট হাতে নামেন ঢাকা মেট্রোর তরুণ মাহফিজুল ইসলাম। ২১ বছরের এই ব্যাটারকে থামাতে পারেননি কেউ। অধিনায়ক নাঈম ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও একাই দলের হাল ধরেন তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। প্রথম দুই বলে পরপর দুটি চার মেরে ম্যাচকে হাতে নিয়ে নেন মাহফিজুল। এরপর আর ফেরার পথ রাখেননি।
অপরাজিত ১২ বলে ৩০ রান করে অভিষেকেই ম্যাচসেরা হন এই তরুণ। তাঁর ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। সতীর্থরা দৌড়ে এসে কোলে তুলে নেন নতুন নায়ককে, আর রাজশাহীর হাহাকার থেকে যায় সাব্বিরের ঝড়ো ইনিংস নিয়েই।
দিনের দ্বিতীয় ম্যাচে বগুড়ায় নামার কথা ছিল রংপুর ও সিলেট বিভাগের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়ায়নি।
Discussion about this post