ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়সভিত্তিক ফুটবলে রীতিমতো বিস্ময়কর সাফল্য যোগ হচ্ছে বাংলাদেশের। মেয়েরা দাপট দেখাচ্ছে সাফের প্রতিটি টুর্নামেন্টে। এবার ছেলেরাও ঝড় তুলল। শনিবার জিতে নিয়েছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা। পাকিস্তানকে টাইব্রেকারের হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।
জয়ের নায়ক মেহেদী হাসান। টাইব্রেকারে তিনটি সেভ করে বাংলাদেশকে পাইয়ে দেন এই গোলকিপার। শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র ছিল। তারপর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এর আগে ২০১৫ সালে বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানকে টাইব্রেকার নাটকীয়তায় হারিয়ে অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল তারা।
গোলরক্ষক মেহেদী হাসান চমক দেখালেন। বদলি গোলরক্ষক হিসেবে নেমে পাকিস্তানের তিনটি শট আটকে দেন এই কিশোর। এর আগে সেমিফাইনালেও ভারতের বিপক্ষে দুটি শট আটকে দেন তিনি।
দুর্দান্ত খেলে শুরুতে এগিয়ে গেলেও পরে একটি গোল হজম করে দল। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেহেদী ম্যাজিকেই বাজিমাত।
পাকিস্তানের জুনাইদ আহমেদ, আদনান জুসতিন ও মুদাসসর নজরের শট আটকে দেন তিনি। বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি ও রুস্তম ইসলাম দুখু মিয়া।
সাফ অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নেপালের বিপক্ষে ২-১ গোলের জয়। সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারায় ৪-২ গোলে। শনিবার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ।
Discussion about this post