ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো ভাইরাল! ঠিক তাই। বিয়ের ছবিতে বাজিমাত করলেন নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম। গায়ে হলুদের ফটোশুট এরপর বিয়ের ছবি, আলোচনায় এখন তিনিই। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পাশাপাশি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতেও চলছে তার বন্দনা।
আইসিসি সানজিদার গায়ে হলুদের বিশেষ ফটোশুটের কয়েকটি ছবি একসঙ্গে কোলাজ বানিয়ে আপলোড করেছে। সেখানে তারা যা লিখেছে তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘পোশাক, গহনা এবং ব্যাট- একজন ক্রিকেটারের বিয়ের ফটোশুট যেমনটা হওয়া মানায়।’
ইএসপিএন-ক্রিকইনফো লিখেছে, ‘যে বিয়ের ফটোশুট আমাদের সোজা বোল্ড করে দিয়েছে। বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটার সানজিদা ইসলাম দারুণ কিছু পোজ দিয়েছেন। তিনি বিয়ে করেছেন রংপুরের প্রথম শ্রেণির ক্রিকেটার মীম মোসাদ্দেককে।’
এইতো গেল শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে সংসার পেতেছেন সানজিদা। শুক্রবার ছিল গায়ে হলুদ। হলুদের ছবি তুলতে রংপুর স্টেডিয়ামে ছুটে যান সানজিদা। ফটোসেশনের একপর্যায়ে ব্যাট-বল দেখে লোভ সামলাতে পারেন নি। ক্রিকেটার বলে কথা। কনে হাতে তুলে নেন ব্যাট।
ক্রিকেটে এমন টান সেই ছোটবেলাতেই। ২০০৯ সালে ভর্তি হয়েছিলেন বিকেএসপিতে। এরপর ২০১২ সালে জাতীয় দলে অভিষেক। এখন অব্দি বাংলাদেশের হয়ে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ২০১৮ সালে এশিয়া কাপজয়ী দলে ছিলেন।
আর টাইগ্রেস সানজিদার স্বামী মীম মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেটে রংপুর বিভাগীয় দলের হয়ে খেলেছেন। ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেটেও দেখা গেছে তাকে।
শুভ কামনা সানজিদা-মোসাদ্দেক জুটিকে!
Discussion about this post