ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে এবার আর সেই ভুল করতে চায় না দলটি। যে কারণে শুরু থেকেই শক্তিশালী দল গঠনের চেষ্টা করছে। সে ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পুরনো উম্মুক্ত দলবদলে বুধবার অংশ নেয় রূপগঞ্জ। সেখান থেকেই সাবেক চ্যাম্পিয়নরা দলে টেনেছে সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আল আমিন হোসেন জুনিয়র, রুহেল আহমেদ ও সামসুল ইসলামকে।
সাদমান গত মৌসুমে খেলেছিলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। সব মিলিয়ে এ বাঁহাতি দলটির হয়ে করেছিলেন ১১ ম্যাচে ৪৬.২০ গড়ে ৪৬২ রান। এরমধ্যে ১ সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি ছিল তার। এ বাহাতির সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪৪ রান। এদিকে গত মৌসুমের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন পিনাক ঘোষ। কিন্তু দলটির জার্সিতে তিনি সুযোগ পেয়েছিলেন মাত্র ৫টি ম্যাচে। রান করেছিলেন ১৮.৪০ গড়ে ৯২ রান। তার সর্বোচ্চ ছিল ৪৯ রান।
গত মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আল আমিন হোসেন জুনিয়র করেছিলেন সর্বোচ্চ রান। এ ডানহাতি ১১ ম্যাচে ৪৫ গড়ে করেছিলেন ৪৯৫ রান। ১১০ রান ছিল তার সর্বোচ্চ ইনিংস। এদিকে বল হাতে এ স্পিনার ২টি উইকেট।
এদিকে গত মৌসুমে রুহেল আহমেদ ও সামসুল ইসলাম ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। কিন্তু রুহেল ৩টি ম্যাচে সুযোগ পেলেও সামসুল ছিলেন মাঠের বাইরে। রুহেল ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। তবে বল হাতে নিয়েছিলেন ৩টি উইকেট।
এদিকে সৌম্য সরকার এই মৌসুমে আবাহনী ছেড়ে খেলছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। মুমিনুল হকও লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে বিদায় নিয়ে খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। আকবর আলীকেও দলে টেনেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এবারের ডিপিএল মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। ওয়ানডে সংস্করণের এ আসর শেষে গতবারের মতো একটি টি-টোয়েন্টি আসরও আয়োজন করবে সিসিডিএম। সুপার লিগে ওঠা দলগুলোকে নিয়ে লিগ শেষ হবে এ টুর্নামেন্ট। ছয় দলের এ আসর হবে লিগ ভিত্তিক। এরপর সরাসরি দুই দলকে নিয়ে ফাইনাল নাকি সেমি-ফাইনাল পদ্ধতিতে খেলবে তা নিশ্চিত করেনি দলটি।
আগামী ১৫ মার্চ ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিপিএলের নতুন মৌসুমের পথচলা শুরু করবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ক্রিকেটার সাবেক দল বর্তমান দল
সাদমান ইসলাম শাইনপুকুর স্পোর্টিং লিজেন্ডস অব রূপগঞ্জ
পিনাক ঘোষ শেখ জামাল ধানমন্ডি লিজেন্ডস অব রূপগঞ্জ
রুয়েল আহমেদ গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জ
শামসুল ইসলাম গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জ
আল আমিন (জুনি) প্রাইম ব্যাংক লিজেন্ডস অব রূপগঞ্জ
Discussion about this post