এবার তারুণ্য আর অভিজ্ঞর মিশলে দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই দল নিয়ে শুরুতেই চমক দেখাল সাবেক চ্যাম্পিয়নরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করল লিজেন্ডসরা। সাদমান ইসলাম এবং তৌফিক খান তুষারের জোড়া ফিফটি এরপর আল আমিন হোসেনের আগুণঝরা বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে হারাল মুমিনুল হকের দল।
মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু লিজেন্ডসদের বোলিং তোপে বিপাকে পড়ে গোপীবাগের দলটি। এবার শিরোপায় চোখ রেখে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের বিপক্ষে
মাহমুদুল হাসান (৪২) এবং অধিনায়ক মনির হোসেন (৩৭) বাদে অন্য রান তুলতে পারেন নি। যার ফলে ৪৭.২ ওভারে ২০২ রান তুলে অলআউট হয় ব্রাদার্স।
লিজেন্ডস রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান আল আমিন হোসেন এবং শহিদুল ইসলাম। দুটি উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আল আমিনের বোলিং ফিগার ১০-২-৪৩-৩!
এরপর জবাব দিতে নেমে শেরেবাংলা স্টেডিয়ামে রোজার প্রথম দিনে দাপট থাকল লিজেন্ডস ব্যাটারদের। ৩৬ ওভারে দল তুলে ফেলে ২০৩ রান। দুই ওপেনার তুষার এবং সাদমান মিলে উদ্বোধনী জুটিতে জমা করেন ৯৪ রান। রাহাতুল ফেরদৌসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৯ চার এবং ৪ ছক্কায় ৬৬ রান নজরকাড়া তুষার।
রাহাতুল ফেরদৌসের বলেই সালাউদ্দিন শাকিলের ক্যাচ হওয়া হন ওপেনার সাদমান ইসলাম অনিক। তার ব্যাটে আসে ৭ চারে ৬৭ রান। দুই ওপেনারই জয়ের পথ দেখান। এরপর ১৪ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ম্যাচসেরা হয়েছেন রূপগঞ্জের পেসার আল আমিন হোসেন। অভিজ্ঞতা দিয়ে সাফল্য আদায় করেছেন তিনি!
Discussion about this post