ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাকালে জাতীয় দলের ক্রিকেটারদের যেন বিয়ের হিড়িক পড়েছে। গত কয়েক মাসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন পেসার আবু জায়েদ রাহি, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর ওপেনার নাজমুল হোসেন শান্ত। এবার এই তালিকায় যোগ হলেন আরেক ক্রিকেটার সাদমান ইসলাম অনিক।
গত শুক্রবার, ২৫ জুলাই রাজধানী ঢাকায় বিয়ে করলেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। স্ত্রীর নাম নাশা ওয়াহেদ।
সাদমানের স্ত্রী নাশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক শেষ সেমিস্টারে পড়ছেন। আগে থেকেই জানাশোনা তাদের। তবে দুই পরিবারের সম্মতিতেই শুরু হলো নতুন জীবন।
বিয়ের পর সাদমান গণমাধ্যমে বলেন, ‘সত্যি বলতে কী অনুষ্ঠান করে বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাস কতদিন থাকে এ চিন্তা থেকেই দুই পরিবারের মানুষরা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। করোনার সংক্রমণ শেষে বড় অনুষ্ঠান করে দাওয়াত করবো সবাইকে। আমাদের নতুন জীবন শুরু হলো- সবাই আমার জন্য দোয়া করবেন।’
নতুন জীবনে ক্রিকবিডি২৪ -এর পক্ষ থেকে সাদমানকে অভিনন্দন!
Discussion about this post