তিনি যে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারদের একজন-তা নিয়ে সন্দেহ নেই কারো। সেই তামিম ইকবাল এবার পা রাখলেন নতুন এক উচ্চতায়। স্বীকৃত টি-টুয়েন্টিতে নতুন এক মাইলফলকে তিনি।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে তামিম। টি-টুয়েন্টিতে ৪০তম ব্যাটার হিসেবে ৭ হাজার রানে তামিম। ২৪৩ ইনিংসে তামিম গড়েন এই রেকর্ড। দ্রুততম রয়েছেন নবম স্থানে।
শুক্রবার সাগরিকায় ৫ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানে টার্গেটে নেমে এই অর্জন যোগ হয় খুলনা টাইগার্সের ওপেনারের নামের পাশে। চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে চার মেরে ৭ হাজার রান পেরিয়ে যান তামিম।
তামিম এদিন ৩৭ বলে ৪৪ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টুয়েন্টিতে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে মোট সেঞ্চুরি ৪টি। ফিফটি ৪৫টি। ৭টি মাত্র আন্তর্জাতিক অঙ্গনে। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে গতবছর অবসর নিয়েছেন তিনি। ৭৮ ম্যাচে করেন ১৭৫৮ রান।
সাকিব আল হাসান আছেন এরপরই। ৩৫৭ ইনিংসে ৬৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে ৫৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫১৩০।
Discussion about this post