ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগে মঙ্গলবার প্রথম স্তরের ম্যাচে ১ম ইনিংসে ৩০৪ রান করেছে খুলনা। সাজেদুল নেন ৬ উইকেট। রংপুর দ্বিতীয় দিন শেষ তুলেছে ৪ উইকেটে ২০০ রানে। ম্যাচের প্রথম দিন চার উইকেট নিয়েছিলেন সাজেদুল। মঙ্গলবার এসে আরো দুটি। সব মিলিয়ে ৮১ রানে ৬ উইকেট।
এদিকে প্রথম স্তরের আরেক ম্যাচে বরিশালে রাজশাহী ও বরিশালের ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মঙ্গলবার দ্বিতীয় দিনেও টস হতে পারেনি!
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৯৪.১ ওভারে ৩০৪/১০ (জিয়াউর ৫৩, রাজ্জাক ১, বিশ্বনাথ ৩*, আল আমিন ৮; সাজেদুল ৬/৮১, রবিউল ১/৪০, সাদ্দাম ১/৪৯, সোহরাওয়ার্দী ০/২৭, সঞ্জিত ২/৮০, মাহমুদুল ০/৭)।
রংপুর ১ম ইনিংস: ৭৭ ওভারে ২০০/৪ (জাভেদ ৬৪, মারুফ ৩০, মাহমুদুল ১৫, সোহরাওয়ার্দী ৪৭*, নাঈম ৩০, তানবীর ৫*; আল আমিন ৩/৩৭, জিয়াউর ০/১১, সৌম্য ০/৩৩, রাজ্জাক ০/৪৫, মেহেদি ০/২৬, বিশ্বনাথ ১/৩৪)।
################
বল হাতে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজত্ব করেছিলেন তাসকিন আহমেদ। তবে সেই ধাক্কা সামলে এখন প্রথম ইনিংসে চট্টগ্রাম ভাল লিডের পথে। তাসামুল হক দৃশ্যপট পাল্টে দিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের রান ৬ উইকেটে ১৮৭। তাসামুল ৮১ ও মেহেদী হাসান রানা ১৫ রানে ব্যাট করছেন। ১ম ইনিংসে ২৮৭ রান করে মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চলছে বৃষ্টির বাধা। কক্সবাজারে দ্বিতীয় দিনেও মাঠে নামতে পারেনি ঢাকা ও সিলেট বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৬৬/৬) ১০৪.৫ ওভারে ২৮৭ (সাদমান ৩৬, নাঈম ৯, শামসুর ৫১*, আশরাফুল ০, মেহরাব জুনিয়র ০, সৈকত ১০, জাবিদ ৯০, শরিফউল্লাহ ৪৫, তাসকিন ২৯, সানি ০, শহিদুল ০; ইয়াসিন ০/৫৫, রানা ২/৩১, মাহমুদ ২/৭৩, নাঈম ৩/৭৪, শাখাওয়াত ২/৩৬)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৭৪ ওভারে ১৮৭/৬ (সাদিকুর ২, পিনাক ১২, মুমিনুল ৩৪, ইয়াসির ২৯, তাসামুল ৮১*, মাহিদুল ০, নাঈম ৮, রানা ১৫*; তাসকিন ৩/৪৬, শহিদুল ১/৩২, আশরাফুল ১/৩০, সানি ১/৫৩)
Discussion about this post