আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের লড়াই শুরু হতে বাকী মাত্র দুই দিন। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। তার আগে প্রশংসায় ভাসছেন টাইগার ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটে মাশরাফি-সাকিবদের আলোচনাতেই রাখছেন বিশ্লেষকরা। কারণটাও সংগত, ২০১৫ বিশ্বকাপ থেকেই দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। এরই পথ ধরে শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ডার্ক হর্স’ বললেন।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে টাইগাররা। তারপর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দলকে নিয়ে গেছে ইর্ষনীয় উচ্চতায়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকার বিপক্ষেও এসেছে দুর্দান্ত জয়। প্রথমবারের মতো উঠে এসেছে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এ অবস্থায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরেও ভালো করবে বলে বিশ্বাস সাঙ্গাকারার।
সাঙ্গাকারা বলছিলেন, ‘বাংলাদেশ হলো আসল ডার্ক হর্স। তারা টুর্নামেন্টে অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে এসেছে। কোচ চান্ডিকা হাথুরুসিংহের অধীনে গত দুই বছরে তারা অনেক অনেক উন্নতি করেছে। হাথুরুসিংহে অনেক ভাগ্যবান কেননা দলে এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার পেয়েছেন।।’ এখানেই শেষ নয়, আইসিসির সঙ্গে এক সাক্ষাতকারে সাঙ্গাকারা আরো বলেন, ‘বর্তমান বাংলাদেশ দলে আস্থা ও উন্নতি করার চাহিদা তৈরী হচ্ছে। কিভাবে জিততে হয় তা তারা শিখছে। যার ফলে তারা কঠিন দলে পরিণত হচ্ছে। তারা ফাইনালে খেলবে কীনা এনিয়ে আমি নিশ্চিত নই। তবে তারা সবাইকেই চ্যালেঞ্জ জানাবে।
এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
Discussion about this post