ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমটা মনে রাখার মতোই কেটেছে সাকিব আল হাসানের। তার পুরস্কারটা আগামী মৌসুম শুরুর আগেই পেয়ে গেলেন এই অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদে আগামী মৌসুমেও খেলবেন তিনি। তাকে রেখে রেখেছে তার সাবেক দল। অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তিটা ধরে রাখছে না দলটি।
টানা ৭ মৌসুম কলকাতা নাইট রাইডার্স খেলেছিলেন সাকিব। এরপর গত মৌসুমে ২ কোটি রূপিতে তাকে দলে নেয় হায়দরাবাদ। প্রথম মৌসুমেই ব্যাট হাতে তুলেন ২৩৯ রান, বল হাতে উইকেট নেন ১৪টি। রানার্সআপ হয় তার দল। ব্যক্তিগত সেই সাফল্যের কারণেই তাকে ছাড়ছে না দলটি।
তবে মুস্তাফিজ দল হারালেন। গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রূপিতে এই পেসারকে কিনেছিল মুম্বাই। যদিও ৭ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন তিনি। ওভারপ্রতি খরচ করেন ৮.৩৬ রান। আগামী মাসে আইপিএলের নতুন নিলাম। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে পেতে দ্য ফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই।
২০১৬ সালে আইপিএলের অভিষেক নজর কাড়েন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ উইকেট নিয়ে আইপিএলের উদীয়মান তারকা হয়েছিলেন তিনি। তবে এবার মুস্তাফিজ দল পাবেন কীনা তা নিয়েও প্রশ্ন আছে।। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে নিষেধ করেছেন। প্রতিবারই বিদেশি লিগ খেলতে গিয়ে ইনজুরি নিয়ে ফিরছেন তিনি। তাইতো তার ব্যাপারে সতর্ক থাকছে বোর্ড।
Discussion about this post