সবার নজরে ছিলেন তিনি। তিন ফরম্যাটের নাম্বার ওয়ান অলরাউন্ডার বলে কথা। লটারিতে এক নম্বর হয়ে তাইতো সাকিব আল হাসানকে দলে টানল রংপুর রাইডার্স। আবার রঙীন পোশাকে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার খেলবেন নতুন দল
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। আগের দুইবার চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্বে ছিলেন তিনি।
চট্টগ্রাম ভাইকিংসে যে তামিম ইকবাল খেলবেন সেটা আগেই নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকতাটও হল। ঘরের ছেলে তামিম ঘরেই থাকছেন। আগেও তিনি চট্টগ্রামের হয়েই খেলেছেন।
অন্যদিকে আরেক আইকন ক্রিকেটার বরিশাল বুলস দলে নিয়েছে গতবারের চট্টগ্রাম কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
সিলেট সুপারস্টার্স পেল তাদের পছন্দের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। আবার
নাসির হোসেনকে পেল ঢাকা ডায়নামাইটস।
রাজধানীর পাঁচতারা এক হোটেল বৃহস্পতিবার ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে লটারি হল। তাতে দল গঠন করল ছয় ফ্র্যাঞ্চাইজি। বলা দরকার নভেম্বরের ২২ তারিখ শুরু বিপিএল। তার দু’দিন আগে উদ্বোধন।
Discussion about this post