সবকিছু ঠিক থাকলে তাদের আগামী ১৮ মে ঢাকায় ফেরার কথা ছিল তাদের। কিন্তু সবকিছু ঠিক নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। এ অবস্থায় ৮ দলের এ অবস্থায় ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। সহসাই ক্যাম্পও বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকেও ফিরতে হবে দ্রুত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।
করোনার সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে না পেরে মঙ্গলবার আইপিএল স্থগিত করেছেন আয়োজকরা। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছিলেন করোনায়। পাল্টে যাচ্ছিল সূচি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এ কারণে ক্রিকেটাররাও বাড়িতে ফিরতে শুরু করবেন। সাকিব মুস্তাফিজের ফেরা নিয়ে ভাবছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন মঙ্গলবার বলেন, ‘দেখুন, খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি আমাদের। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’
করোনার জেরে এখন ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। সে ক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। সাকিব বর্তমানে রয়েছেন আহমেদাবাদে। মুস্তাফিজ স্ত্রীসহ দিল্লিতে।
তাদের কোয়ারেন্টাইন নীতিমালা কী হবে তা নিয়েও আছে প্রশ্ন। কোয়ারেন্টাইন তিন দিনের নাকি ১৪ দিনের হবে তা জানতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি। আগের দিন নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছিলেন, ‘ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামলক কোয়ারেন্টানের নতুন নীতিমালা নিয়েছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মুস্তাফিজও পড়ে যান কিনা- সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। পরামর্শ চেয়েছি তাদের কাছে।’
Discussion about this post