অবশেষে ক্রিকেটারদের সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় চুক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার তিন ফরম্যাটের জন্য আলাদা চুক্তি হয়েছে। এই চুক্তির মেয়াদ চলতি বছরের মে থেকে আগামী ডিসেম্বর অব্দি। চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের নাম প্রকাশ করে তাদের বেতনও জানিয়েছে বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা ১৬-১৭ জন রাখি কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে আমরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করছি। খেলোয়াড়রা যদি ভালো খেলে তাহলে অর্থনৈতিকভাবে আরও সহযোগিতা পাবে। আমরা তিনটি ফরম্যাটেই করেছি। যে বেশি ফরম্যাটে খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা তাদের দিয়েছি। যতগুলো ক্যাটাগরি আছে সেখানে ১৫ থেকে ৩৫ শতাংশ বাড়িয়েছি আমরা।’
আগে কেন্দ্রীয় চুক্তি ছিল লাল বল ও সাদা বলে। ছিলেন ১৭ জন। এবার ৭ জন বাড়িয়েছে বিসিবি। সঙ্গে করোনাকালে বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫-৩৫ শতাংশ বেতন বাড়ল সাকিব আল হাসানদের।
এবার চুক্তি করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। তাহলে কোন ক্যাটাগরির ক্রিকেটাররা কত বেতন পাচ্ছেন?
আকরাম জানান, তিন ফরম্যাটেই আছেন এমন খেলোয়াড়দের মধ্যে যারা অভিজ্ঞ, তাদের মাসিক বেতন দাঁড়াবে ৮ লাখ টাকার ওপরে। যেখানে এ+ ক্যাটাগরিতে থাকা সাকিব-মুশফিক ৮ লাখের উপরে পেলেও তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, লিটন দাসরা সেটি পাচ্ছেন না।
আকরামের ভাষায়, ‘অবশ্যই ৮ লাখের বেশি পাবে (এ প্লাস ক্যাটাগরি)। এ প্লাসে এখন এক নম্বরে যে আছে সে যথাসম্ভব ৮ লাখের উপরে পাবে। ও (শরিফুল ইসলাম) কিন্তু ২ এর কাছাকাছি পাবে। যেহেতু সে মাত্র ঢুকেছে। আর তিনটা ফরম্যাটেই খেলবে।’
তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটার- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।
টেস্ট চুক্তিতে ১৪ ক্রিকেটার
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন।
ওয়ানডে দলের চুক্তিতে থাকা ১২ ক্রিকেটার
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।
টি-টুয়েন্টি দলের চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটার
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন।
Discussion about this post