কানাডার নতুন টি-টেন ফরম্যাটের টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এবার শুধু অংশ নেওয়া নয়, তাকে ঘোষণা করা হয়েছে দলের আইকন ক্রিকেটার হিসেবে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে এটি সাকিবের নতুন অধ্যায় হলেও কানাডার ক্রিকেটে তার পরিচয় নতুন নয়। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় মন্ট্রিয়াল টাইগার্সের হয়েই খেলেছিলেন তিনি। এবার আবারও সেই দলের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে পরিচয় করিয়ে বলা হয়েছে, ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার সাকিব আমাদের সঙ্গে আবারও গর্জে উঠতে প্রস্তুত।’
আগামী ৮ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াডে সাকিব ছাড়াও আছেন জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকীর মতো তারকারা।
এই টুর্নামেন্টকে রঙিন করে তুলতে নাম লিখিয়েছেন আরও বহু বিশ্ব তারকা-কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, রহমানুল্লাহ গুরবাজ ও পিয়ূষ চাওলা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত সাকিব। সম্প্রতি সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন তিনি। ৮ ম্যাচে করেছেন ১৩৮ রান, নিয়েছেন ৫ উইকেট। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের নিলামেও নাম লিখিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
Discussion about this post